নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।
অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।
অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জের মিঠামইনে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেসিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা গোলাম সরোয়ার ও তাঁর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গোলাম সরোয়ারসহ ২০ জন আহত হয়েছেন। তার মধ্যে গুরুতর আহত শাহজাদপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
১২ মিনিট আগেকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস অভ্যন্তরে অবস্থিত ইবি থানা স্থানান্তর না করার দাবিতে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
১৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের বসবাসের ১৩টি আধা পাকা ঘর আগুনে পুড়ে গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে