নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।
অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে।
এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।
অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।
কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৪ জন যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেচট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গরুর নিলাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৪টায় এ নিলাম হয়। এতে ২টি গাভি ও ১টি বাছুর চট্টগ্রাম আদালতেরই আইনজীবী মোহাম্মদ ফরহাদুল আলম কিনে নেন।
২৬ মিনিট আগেনাটোরের নলডাঙ্গার বারনই নদীতে গোঁসলে নেমে নিখোঁজের ১৭ ঘণ্টা পর রিমি খাতুন নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
৪৩ মিনিট আগেরাজধানীর বনানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয় জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে নৌবাহিনী সদর দপ্তরের সামনের সড়কে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ সদস্যরা ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা
১ ঘণ্টা আগে