Ajker Patrika

বাঙলা কলেজে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামি সহস্রাধিক, গ্রেপ্তার ১৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাঙলা কলেজে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় আসামি সহস্রাধিক, গ্রেপ্তার ১৮

সরকারি বাঙলা কলেজে ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই থানায় দুটি মামলা হয়েছে। দুই মামলায় নামীয় ও অজ্ঞাত মিলিয়ে আসামি এক হাজারের বেশি। আজ বুধবার ছাত্রলীগের একজন নেতা ও বাঙলা কলেজের একজন কর্মচারী বাদী হয়ে মিরপুর মডেলে ও দারুসসালাম থানায় এই মামলা দুটি করেন।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বাঙলা কলেজের সামনে দিয়ে বিএনপির পদযাত্রা যায়। এ সময় ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাঙলা কলেজে ভাঙচুরের ঘটনা ঘটে। 

এই ঘটনায় বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা করেন। তিনি ১২০ জনের নাম উল্লেখ করে এবং ৫০০ জনকে অজ্ঞাত আসামি করেন। এই মামলায় ইতিমধ্যে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রুবেল হোসেনের পালসার মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়।  

অপরদিকে, সরকারি বাঙলা কলেজে গেট ভেঙে ক্যাম্পাসে অবৈধভাবে অনুপ্রবেশ করা, বিভিন্ন ভবনের জানালার কাচ ভাঙা ও অন্যান্য সরকারি সম্পদের ক্ষতি করার অভিযোগে দারুস সালাম থানায় আরেকটি মামলা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষের হয়ে মো. মহিদুর রহমান নামের একজন কর্মচারী এই মামলাটি করেন। তিনি তার মামলায় ১০৭ জনকে নামীয় এবং অজ্ঞাত ৫০০ জনকে আসামি করেছেন।এই মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের ডিসি জসীম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত