Ajker Patrika

জঙ্গি সংগঠন জামাতুল আনসার নিষিদ্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জঙ্গি সংগঠন জামাতুল আনসার নিষিদ্ধ ঘোষণা

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-২ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে দেশে জঙ্গি তৎপরতা ও উগ্র সংগঠন হিসেবে ৯টি সংগঠনকে নিষিদ্ধ করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের কাছে প্রতীয়মান হয়েছে, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামক জঙ্গি সংগঠনটির ঘোষিত কার্যক্রম দেশের শান্তি-শৃঙ্খলার পরিপন্থী। ইতিমধ্যে সংগঠনটির কার্যক্রম জননিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হওয়ায় বাংলাদেশে এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো।

জামাতুল আনসারের সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান ওরফে মাসুদ ওরফে রণবীর চলতি বছরের শুরুতে র‍্যাবের হাতে ধরা পড়েন। কক্সবাজারের উখিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে বান্দরবানে অভিযানেও সংগঠনটির বেশ কয়েকজন ধরা পড়ে। 

প্রজ্ঞাপন জারির পর এই জঙ্গি সংগঠন নিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে র‍্যাব। এতে বলা হয়েছে, র‍্যাবের পক্ষ থেকেই জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে নিষিদ্ধ করতে প্রথম আবেদন করা হয়েছিল। র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, গত বছরের ২৩ আগস্ট কুমিল্লা সদর থেকে আট তরুণ নিখোঁজ হন। তাঁদের পরিবার কুমিল্লার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। তাঁদের উদ্ধারে কার্যক্রম চালাতে গিয়ে র‍্যাব জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামের নতুন জঙ্গি সংগঠনের সক্রিয়তার তথ্য পায়। র‍্যাব জানতে পারে, এ সংগঠনের সদস্যরা পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠন কেএনএফের সহায়তায় সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে।

এর আগে নিষিদ্ধ আট সংগঠন হলো—জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি), শাহাদাৎ-ই আল-হিকমা, হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম এবং আল্লাহর দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত