Ajker Patrika

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানকে লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যানকে লাখ টাকা জরিমানা 

সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার রিট খারিজের বিরুদ্ধে করা আবেদনও খারিজ করে দিয়েছেন চেম্বার আদালত। একইসঙ্গে রিটকারী ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান ইমাম হায়াতকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর জরিমানার অর্থ এক সপ্তাহের মধ্যে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। এর আগে এই সংক্রান্ত রিট খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান।

আবদনকারীর আইনজীবী আব্দুর রউফ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৭ ডিসেম্বর সংসদ ভেঙে দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা চেয়ে রিট শুনানিতে অপারগতা প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেন, এই মুহূর্তে এ ধরনের রিট শুনব না।

বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিত দেবনাথের হাইকোর্ট বেঞ্চ অপারগতা প্রকাশ করেন। চলতি বছর আদালতের নির্দেশে নিবন্ধন পায় রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত