Ajker Patrika

রাজবাড়ীতে রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৯: ৪৯
রাজবাড়ীতে রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ

রাজবাড়ীতে রেলের অবৈধ দখলদারদের উচ্ছেদে তিন দিন সময় দিয়ে মাইকিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রেলের জায়গায় বসবাসরত বাসিন্দারা। আজ সোমবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ী রেল স্টেশন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বাসিন্দারা রেলের অন্যায় ও অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য জোড় দাবি জানান। 
 
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রেলের কোয়ার্টারে বসবাস করছেন তাঁরা। রেল থেকে তাঁদের কাছে কখনো ভাড়া চায়নি, তারাও আর দেননি। গতকাল রোববার (১৩ নভেম্বর) রেল কর্তৃপক্ষ মাত্র তিন দিন সময় দিয়ে উচ্ছেদের জন্য এলাকায় মাইকিং করেছে। এখন তাঁরা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন? রেল কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারত। যে কোনো শর্তে বা চুক্তিতে তাঁরা রেলের কোয়ার্টারে থাকতে চান বলে বক্তব্যে জানান। 
 
রাজবাড়ী রেলওয়ের কানুনগো সাজ্জাদুল ইসলাম নামে এক কর্মকর্তা বলেন, ‘আমরা রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করেছি মাত্র। আগামী মঙ্গলবার (১৫ নভেম্বর) পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘রাজবাড়ীতে রেলের জায়গা অবৈধ দখলে রেখেছে বহু মানুষ। এ ছাড়া রেলের কোয়ার্টারেও অবৈধভাবে বসবাস করছে অনেকে। এত লোককে লিখিত নোটিশ দেওয়া সম্ভব নয়। এ কারণে আমরা মাইকিং করেছি। এর আগে বারবার তাদের দখল ছাড়তে বলা হলেও তারা সেটি মানেননি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত