Ajker Patrika

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’: বিচারপতিকে ডেকে কথাবার্তায় যত্নশীল হতে বললেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯: ৪৯
‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’: বিচারপতিকে ডেকে কথাবার্তায় যত্নশীল হতে বললেন প্রধান বিচারপতি

‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’ রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে এমন মন্তব্য করা বিচারপতিকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি। তিনি তাঁকে কথা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি সূত্র জানায়, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ দেওয়ার পর তাঁকে ডেকে কথা বলেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে খাস কামরায় ডেকে নেওয়া হয়। ১৫ মিনিটের মতো তাঁর সঙ্গে কথা হয়। তাঁকে কথাবার্তা বলার ক্ষেত্রে আরও যত্নশীল হতে বলেন প্রধান বিচারপতি। এ সময় আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১০ অক্টোবর) মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক আদিলুর রহমান ও পরিচালক এএসএম নাসির এলানের পক্ষে জামিন শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ রুহুল আমিন ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।

জামিন শুনানি করতে ডায়াসের সামনে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম দাঁড়িয়ে বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন হাইকোর্ট বলেন, ‘তাঁদের (আপিলকারীদের) আইনজীবীকে আগে বলতে দিন। আপনি এখনই লাফ দিয়ে উঠছেন কেন? দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন!’

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের এমন বক্তব্য অসাংবিধানিক। তিনি অসাংবিধানিক বক্তব্য দিয়ে শপথ ভঙ্গ করেছেন। কোনোভাবেই এটি সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতির কাছে এ বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত