Ajker Patrika

বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ যুবকের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ২০: ১৩
বিয়ের অনুষ্ঠানে মদ্যপানে অসুস্থ যুবকের মৃত্যু 

ঢাকার কেরানীগঞ্জে বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের পর অসুস্থ হয়ে জুবায়ের রহমান লামিম (১৮) নামে এক ব্যক্তি মারা গেছে। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জের পূর্ব চড়াই বনডাকপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি। 

লামিমের বাবা বলেন, ‘গত বুধবার রাতে এলাকায় তাদের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল লামিম। সেখান থেকে ফিরে অসুস্থতা অনুভব করাসহ বমি করছিল। লামিম বলছিল পেট ব্যথা করছে তার। সর্বশেষ আজ শুক্রবার সকালে বাসায় অনেক বেশি অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।’ 

তিনি আরও বলেন, তিনি নিজে জর্দার ব্যবসা করেন। ছেলে কয়েক বছর আগে পড়ালেখা বাদ দিয়ে বর্তমানে বেকার। তাঁকে সৌদি আরব পাঠানোর চেষ্টা চলছিল।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘অতিরিক্ত মদ্যপানে এই কিশোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা কী তা বলা সম্ভব হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত