নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের টেস্ট (পরীক্ষণ) রান। গত কয়েক দিন ধরেই এটি নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
আর এর মধ্যেই বুধবার মধ্যরাতে হঠাৎ করে মেট্রোরেল চলেছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে। এটি ছিল টেস্ট রানের আগে পরীক্ষামূলকভাবে চলাচল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল ৪টায় আগারগাঁও স্টেশন থেকে এমআরটি লাইন-৬এর আগারগাঁও থেকে মতিঝিলের পরীক্ষণের শুভসূচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’
এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এ মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে টেস্ট রান। এ বিষয়ে ডিএমটিসিএল উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রানের আগে পরীক্ষা করা হয়েছে সবকিছু। বিদ্যুৎ লাইন, কোন স্টেশনে থামবে—এগুলো দেখে নিতে রাতে চালানো হয়েছিল নির্দিষ্ট ট্রেনটি।’
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অক্টোবরে। টেস্ট রান সফল হলে তারপর শুরু হবে ট্রায়াল রান। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করবে।
মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁওয়ের ৯টি স্টেশন যে পদ্ধতিতে ধাপে ধাপে খুলে দিয়েছিল, সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাদটি। সেগুলো হলোবিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের টেস্ট (পরীক্ষণ) রান। গত কয়েক দিন ধরেই এটি নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
আর এর মধ্যেই বুধবার মধ্যরাতে হঠাৎ করে মেট্রোরেল চলেছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে। এটি ছিল টেস্ট রানের আগে পরীক্ষামূলকভাবে চলাচল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল ৪টায় আগারগাঁও স্টেশন থেকে এমআরটি লাইন-৬এর আগারগাঁও থেকে মতিঝিলের পরীক্ষণের শুভসূচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’
এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এ মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে টেস্ট রান। এ বিষয়ে ডিএমটিসিএল উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রানের আগে পরীক্ষা করা হয়েছে সবকিছু। বিদ্যুৎ লাইন, কোন স্টেশনে থামবে—এগুলো দেখে নিতে রাতে চালানো হয়েছিল নির্দিষ্ট ট্রেনটি।’
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অক্টোবরে। টেস্ট রান সফল হলে তারপর শুরু হবে ট্রায়াল রান। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করবে।
মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁওয়ের ৯টি স্টেশন যে পদ্ধতিতে ধাপে ধাপে খুলে দিয়েছিল, সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাদটি। সেগুলো হলোবিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় বিক্ষোভকারীরা জেলা ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে। পূর্বঘোষণা অনুযায়ী দেড় ঘণ্টাব্যা
২ মিনিট আগেরাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা কর্মবিরতি পালন করছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে তাঁরা কর্মবিরতিতে অংশ নিয়েছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মবিরতি চলছিল।
১ ঘণ্টা আগেরাকসু নির্বাচন পরিদর্শনের পর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রায় আড়াই হাজার পুলিশ সদস্য, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। তারপরও যদি প্রয়োজন হয়, আহ্বান করলে সেনাবাহিনীও আসবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে...
২ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ায় একটি ছয়তলা ভবনের ফ্ল্যাটে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে ‘দেওয়ান প্লাজা’ নামের ওই ভবনের পঞ্চম তলার একটি কক্ষে এই অগ্নিকাণ্ডে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ফরহাদ উদ্দিনের গ্রামের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর...
২ ঘণ্টা আগে