Ajker Patrika

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের টেস্ট রান উদ্বোধন বিকেল ৪টায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ১৫: ০৫
Thumbnail image

আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের টেস্ট (পরীক্ষণ) রান। গত কয়েক দিন ধরেই এটি নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।

আর এর মধ্যেই বুধবার মধ্যরাতে হঠাৎ করে মেট্রোরেল চলেছে আগারগাঁও থেকে মতিঝিল অংশে। এটি ছিল টেস্ট রানের আগে পরীক্ষামূলকভাবে চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল ৪টায় আগারগাঁও স্টেশন থেকে এমআরটি লাইন-৬এর আগারগাঁও থেকে মতিঝিলের পরীক্ষণের শুভসূচনা করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।’ 

এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এ মাসের প্রথম সপ্তাহেই শুরু হবে টেস্ট রান। এ বিষয়ে ডিএমটিসিএল উপমহাব্যবস্থাপক নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে টেস্ট রান উদ্বোধনের আগে বুধবার রাতে পরীক্ষামূলকভাবে চলেছে মেট্রোরেল। টেস্ট রানের আগে পরীক্ষা করা হয়েছে সবকিছু। বিদ্যুৎ লাইন, কোন স্টেশনে থামবে—এগুলো দেখে নিতে রাতে চালানো হয়েছিল নির্দিষ্ট ট্রেনটি।’

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করে। আর দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল রুটে যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে অক্টোবরে। টেস্ট রান সফল হলে তারপর শুরু হবে ট্রায়াল রান। এরপরই অক্টোবর থেকে পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করবে।

মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁওয়ের ৯টি স্টেশন যে পদ্ধতিতে ধাপে ধাপে খুলে দিয়েছিল, সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও। আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাদটি। সেগুলো হলোবিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।

এর মধ্যে অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত