টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে গাড়িতে আগুন দিতে যাওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান।
আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রদল নেতা হলেন—সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। নয়ন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
টঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রল বোমা দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের আটক হন ছাত্রদল নেতা সাইফুল। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে পেট্রল বোমা উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে গাড়িতে আগুন দিতে যাওয়া সাবেক ছাত্রদল নেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যান্য নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যান।
আজ সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত সাবেক ছাত্রদল নেতা হলেন—সাইফুল ইসলাম নয়ন (২৩)। তিনি টঙ্গীর গাজীপুরা চন্দ্রিমা এলাকার আব্দুস সাত্তারের ছেলে। নয়ন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
টঙ্গী থানা-পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় টঙ্গীর চেরাগআলী এলাকায় ছাত্রদলের ১০-১২ জন নেতা-কর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী লেনে পেট্রল বোমা দিয়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সড়কে থাকা টঙ্গী পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল তাদের দেখতে পেয়ে ধাওয়া দিলে নেতা-কর্মীরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় পুলিশের আটক হন ছাত্রদল নেতা সাইফুল। পরে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ছাত্রদল নেতা সাইফুলকে টঙ্গী পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘ছাত্রদল নেতাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছ থেকে পেট্রল বোমা উদ্ধার হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
খাল সংস্কার কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে খালের পাড় থেকে খননযন্ত্র পর্যন্ত ‘লাল গালিচা’ বিছানোর ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসি বলছে, কোনো ধরনের অপব্যয় বা অতিরিক্ত শ্রদ্ধা প্রদর্শনের উদ্দেশ্য এখানে নেই। শুধু পিচ্ছিল পথে নিরাপত্তার জন্য লাল রঙের ‘কার্পেট সদৃশ ম্যাট’ ব্যব
৭ মিনিট আগেনাশকতার মামলায় চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেময়মনসিংহে আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে আজ (রোববার) বিকেল পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৫ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে আবারও মেঘনা নদীর ভাঙন শুরু হয়েছে। গত সোমবার রাত থেকে ভাঙন শুরু হয়ে এখনো অব্যাহত রয়েছে। সাত দিনের ব্যাপক ভাঙনের ঝুঁকিতে ভৈরবের বাণিজ্য কেন্দ্র, দুটি রেলওয়ে এবং একটি সেতু। এতে আতঙ্কিত ভৈরব বাজারের বাসিন্দা ও ব্যবসায়ীরা।
১৮ মিনিট আগে