Ajker Patrika

কথায় কথায় ধর্মঘট দেওয়া যাবে না: এনায়েত উল্যাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ২৩
কথায় কথায় ধর্মঘট দেওয়া যাবে না: এনায়েত উল্যাহ

যে কোনো ঘটনায় কথায় কথায় ধর্মঘট ডাকা হয়। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিলেট বিভাগের পরিবহন ধর্মঘট প্রসঙ্গে এ কথা বলেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন। 

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ধর্মঘট হলো দাবি আদায়ের সর্বশেষ হাতিয়ার। দেনদরবার করে আলটিমেটাম দিয়েও যখন দাবি আদায় করা যাচ্ছে না, তখন ধর্মঘট দেবেন। কিন্তু কোনো কথা নাই, আলোচনা নাই, কয়েকটা দাবি দিয়ে ধর্মঘট দিয়ে দেন—এটা ঠিক নয়। 

খন্দকার এনায়েত উল্যাহ আরও বলেন, 'কথায় কথায় যদি এভাবে ধর্মঘট দেন, সাধারণ মানুষ কীভাবে মেনে নেবে? কথায় কথায় সিলেটে ধর্মঘট ডাকা নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি চিন্তিত। তাই সিলেটের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করব এভাবে কথায় কথায় ধর্মঘট করবেন না।'

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে গত সোমবার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি। 

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলীসহ বিভাগীয় পর্যায়ের পরিবহন নেতারা।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত