Ajker Patrika

কিশোরগঞ্জে এক দিনে শনাক্ত ১২৫, মৃত্যু ৪

প্রতিনিধি, (কিশোরগঞ্জ)
আপডেট : ১৩ জুলাই ২০২১, ১১: ২৬
কিশোরগঞ্জে এক দিনে শনাক্ত ১২৫, মৃত্যু ৪

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৯৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২৫ জন। এ সময় মারা গেছেন চারজন। তাঁদের মধ্যে একজন করোনায় এবং তিনজন করোনা উপসর্গ নিয়ে মারা যান। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেন।

ডা. মো. মুজিবুর রহমান জানান, জেলায় নতুন শনাক্তের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৬৯ জন। বাকি ৫৬ জনের মধ্যে হোসেনপুর উপজেলায় তিন, করিমগঞ্জ উপজেলায় দুই, তাড়াইল উপজেলায় আট, পাকুন্দিয়া উপজেলায় ১১, কটিয়াদী উপজেলায় ২২, ভৈরব উপজেলায় পাঁচ, নিকলী উপজেলায় দুই, বাজিতপুর উপজেলায় এক ও মিঠামইন উপজেলায় দুজন শনাক্ত হয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে নতুন মারা যাওয়া ব্যক্তি কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা ছিলেন। 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা ১৫৮। যাঁদের মধ্যে নয়জন আইসিইউতে রয়েছেন।

বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ১ হাজার ৩৫৫ জন। তাঁদের মধ্যে ৭৮ জন হাসপাতালে ও ১ হাজার ২৭৭ জন হোম আইসোলেশনে রয়েছেন। 

বর্তমানে করোনা আক্রান্ত ১ হাজার ৩৫৫ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৭৭২, হোসেনপুর উপজেলায় ৩৫, করিমগঞ্জ উপজেলায় ৪৭, তাড়াইল উপজেলায় ৪৮, পাকুন্দিয়া উপজেলায় ৯৪, কটিয়াদী উপজেলায় ১২৬, কুলিয়ারচর উপজেলায় ১৫, ভৈরব উপজেলায় ১৪০, নিকলী উপজেলায় ১২, বাজিতপুর উপজেলায় ৩৩, ইটনা উপজেলায় ২৫, মিঠামইন উপজেলায় সাত ও অষ্টগ্রাম উপজেলায় একজন রয়েছেন।

জেলায় মোট মৃত্যু ১১২ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ৪১, হোসেনপুর উপজেলায় পাঁচ, করিমগঞ্জ উপজেলায় আট, তাড়াইল উপজেলায় তিন, পাকুন্দিয়া উপজেলায় ছয়, কটিয়াদী উপজেলায় ছয়, কুলিয়ারচর উপজেলায় পাঁচ, ভৈরব উপজেলায় ২৪, নিকলী উপজেলায় চার, বাজিতপুর উপজেলায় আট, ইটনা উপজেলায় এক ও মিঠামইন উপজেলায় একজন রয়েছেন। জেলার একমাত্র অষ্টগ্রাম উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই।

এ সময় পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৭ হাজার ১৯, সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৫২ এবং মারা গেছেন ১১২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত