Ajker Patrika

মিরপুরে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ ২ 

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১০: ৩৮
মিরপুরে এসির কম্প্রেসর বিস্ফোরণে দগ্ধ ২ 

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় এসির কম্প্রেসর বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে মিরপুর ২ নম্বর বারেক মোল্লার মোড়ে একটি কক্ষে এ ঘটনা ঘটে। পরে দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

দগ্ধরা হলো কামরুজ্জামান জাহিদ (২২) ও মো. সিহাব (১৭)। 

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. নাহিদ জানান, তারা এসকে ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে এসি মেরামতের কাজ করে। রাতে একটি কক্ষে এসি মেরামতের সময় বিকট শব্দে কম্প্রেসরের বিস্ফোরণ হয়। এ সময় দুজন দগ্ধ হয়। পরে তাদের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মিরপুর থেকে আসা জাহিদের মুখে-হাতে দগ্ধসহ নিতম্বে আঘাত রয়েছে। সিহাবের মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, মিরপুর ৬০ ফিট এলাকায় এসি বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে হাসপাতালে ও বার্ন ইউনিটে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত