নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজালাল মজুমদার তাঁর ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজালাল দাবি করেন, বারবার হামলার শিকার হয়েও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যুবলীগের নেতা মোস্তফা নুরুজ্জামান জুয়েলের নেতৃত্বে তাঁকে হত্যার উদ্দেশে হামলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পাঁচ মাস ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে।
শাহজালাল মজুমদার বলেন, ‘আমি জানতে চাই কার নির্দেশে ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। আমি একজন হামলার শিকার হওয়ার পরও আমাকে ১ নম্বর আসামি করে আরও ৫ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়টি বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল মজুমদার অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের (এমপি) ভাতিজা তোফায়েলসহ পরিবারের সদস্যদের পছন্দের সদস্যপ্রার্থী মনির হোসেনকে নির্বাচনে সহযোগিতা করার নির্দেশ দেন এমপি। প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতির কারণে এই কাজ সম্পন্ন না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাঠে ৩ নম্বর ওয়ার্ডের সভায় অংশগ্রহণের পর জুয়েল তাঁর ওপর হামলার হুমকি দেন। পরদিন জুয়েলের নির্দেশেই ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেনকে ইউনিয়ন পরিষদের কাছে পদুয়া বাজারে জনসমক্ষে মারধর করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
শাহজালাল মজুমদার বলেন, ‘গত ১৮ মে চৌমুহনী বাজারে আনোয়ার নামে এক সন্ত্রাসী আমার ওপরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ না করতে পেরে আমার বাড়িতে ও বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও সেবামূলক কাজ করে আসছিলাম। সর্বশেষ ১৪ জুলাই বেলা ৩টায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার সময় মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। চিৎকারের কারণে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন।’
কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শাহজালাল মজুমদার তাঁর ওপর হামলা ও ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে শাহজালাল দাবি করেন, বারবার হামলার শিকার হয়েও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যুবলীগের নেতা মোস্তফা নুরুজ্জামান জুয়েলের নেতৃত্বে তাঁকে হত্যার উদ্দেশে হামলা ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পাশাপাশি দীর্ঘ পাঁচ মাস ধরে তালা ঝুলছে ইউনিয়ন পরিষদে।
শাহজালাল মজুমদার বলেন, ‘আমি জানতে চাই কার নির্দেশে ইউনিয়ন পরিষদে তালা ঝুলছে। আমি একজন হামলার শিকার হওয়ার পরও আমাকে ১ নম্বর আসামি করে আরও ৫ জন কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাই।’ হামলার বিষয়টি বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
শাহজালাল মজুমদার অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর ইউপি নির্বাচনের আগে তাঁর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সংসদ সদস্যের (এমপি) ভাতিজা তোফায়েলসহ পরিবারের সদস্যদের পছন্দের সদস্যপ্রার্থী মনির হোসেনকে নির্বাচনে সহযোগিতা করার নির্দেশ দেন এমপি। প্রশাসন ও গণমাধ্যমের উপস্থিতির কারণে এই কাজ সম্পন্ন না হওয়ায় চেয়ারম্যান পদ থেকে তাঁকে পদত্যাগ করার জন্য বারবার হুমকি দেওয়া হয়। এরপর গত ১৪ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের মাঠে ৩ নম্বর ওয়ার্ডের সভায় অংশগ্রহণের পর জুয়েল তাঁর ওপর হামলার হুমকি দেন। পরদিন জুয়েলের নির্দেশেই ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার কাজী আলমগীর হোসেনকে ইউনিয়ন পরিষদের কাছে পদুয়া বাজারে জনসমক্ষে মারধর করে ইউনিয়ন পরিষদ ভাঙচুর করে তালা ঝুলিয়ে দিয়ে চলে যায়।
শাহজালাল মজুমদার বলেন, ‘গত ১৮ মে চৌমুহনী বাজারে আনোয়ার নামে এক সন্ত্রাসী আমার ওপরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুর করে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে আমি ইউনিয়ন পরিষদে প্রবেশ না করতে পেরে আমার বাড়িতে ও বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও সেবামূলক কাজ করে আসছিলাম। সর্বশেষ ১৪ জুলাই বেলা ৩টায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে ফেরার সময় মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে হামলা চালায়। চিৎকারের কারণে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর রাতে জুয়েলকে গ্রেপ্তার করে কুমিল্লা আদালতে নেওয়া হয়। পরে আদালত তাঁকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন।’
বেলা ১টার দিকে মঞ্চে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক, জেলা খাদ্যনিয়ন্ত্রকসহ অন্য সরকারি কর্মকর্তারা এলে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে হট্টগোল শুরু করেন বিএনপি-সমর্থিত আবেদনকারীরা। সরকারি কর্মকর্তারা লটারির নামে কৌশলে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছেন—এমন অভিযোগ তুলে তাঁরা বেলা ২টা
২৩ মিনিট আগেসিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে প্রতিবাদ সভা ও শোওয়া কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট সিটি করপোরেশন প্রাঙ্গণে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুবকল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসীকল্যাণ সংস্থার যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা...
৩৪ মিনিট আগেমামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
৩৯ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে