Ajker Patrika

বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
বকেয়া বেতন-ভাতার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল এলাকায় একটি পোশাক কারখানায় নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ওভারটাইমের পাওনা পরিশোধ না করায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। এ কারণে আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকেরা জানান, কোনাবাড়ী বাইমাইল এলাকার ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় ১২ শ শ্রমিক কাজ করেন। তাদের গত মে মাসের বেতন ও ওভারটাইমের টাকা বকেয়া রয়েছে। মালিকপক্ষ বকেয়া পাওনা পরিশোধের একাধিক তারিখ দিয়েও ঘুরাচ্ছে। আজ সোমবারও পাওনা পরিশোধের তারিখ ছিল। কিন্তু আজও মালিকপক্ষ প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া পরিশোধ না করায় শ্রমিকেরা কাজ বন্ধ করে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা জানায়, বকেয়া বেতন ও ওভারটাইম না দেওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।

কারখানার শ্রমিক জাহানারা ও আলমগীর বলেন, ‘গত মাসের বেতন ও ওভারটাইম বকেয়া রয়েছে। বকেয়া বেতন দিচ্ছে না মালিকপক্ষ। আমরা গতকাল রোববার দুপুরেও কর্মবিরতি পালন করেছি।’

স্থানীয়রা জানায়, শ্রমিকদের মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা। মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করছে পুলিশ।

ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডমিন অফিসার বজলুর রশিদ বলেন, শ্রমিকদের ওভারটাইমের টাকা গতকাল রোববার দেওয়ার কথা ছিল। কিন্তু সেটি পরিশোধ করা যায়নি। এক সপ্তাহের মধ্যে টাকা পরিশোধের প্রতিশ্রুতি ছিল। কিন্তু আজ শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। তারা ১১টার দিকে মহাসড়কে অবস্থান নেয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারটাইমের টাকা আজই পরিশোধ করা হবে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, ‘বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়েছে। আমরা মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছি। আশা করছি, দ্রুত সমস্যা সমাধান করে মহাসড়কে যান চলাচল শুরু করা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত