টঙ্গী (গাজীপুর), প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক ‘মাদক কারবারি’র মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন (২২) ও সজীব (৩০) নামের দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সজীবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলে অপরজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় নিহত জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে আজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
পুলিশ বলছে, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। প্রায় দেড় বছর আগে তিনি টঙ্গীর ভাড়া বাসা ছেড়ে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। সেখান থেকেই টঙ্গীতে মাদক কারবার পরিচালনা করতেন তিনি। এরই মধ্যে মাদক বেচাকেনার টাকা নিয়ে শাহিন ও সজীবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। গতরাতে মাদক কারবারের টাকা ভাগাভাগি করার কথা জানালে জাফর টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় জাফরকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
আহত জাফরের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহিন ও সজীবকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য জাফর উল্লাহর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ আজকের পত্রিকাকে বলেন, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাফর উল্লাহ (৪২) নামের এক ‘মাদক কারবারি’র মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ফায়ার সার্ভিস এলাকায় এ ঘটনা ঘটে।
জাফর উল্লাহ ফেনীর করোচিয়া গ্রামের করিম উল্লাহর ছেলে। এ ঘটনার পর আশপাশের লোকজন শাহিন (২২) ও সজীব (৩০) নামের দুজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সজীবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হলে অপরজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় নিহত জাফর উল্লাহর ছোট ভাই আমান উল্লাহ বাদী হয়ে আজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন।
পুলিশ বলছে, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। প্রায় দেড় বছর আগে তিনি টঙ্গীর ভাড়া বাসা ছেড়ে রাজধানীর সবুজবাগ এলাকায় বসবাস শুরু করেন। সেখান থেকেই টঙ্গীতে মাদক কারবার পরিচালনা করতেন তিনি। এরই মধ্যে মাদক বেচাকেনার টাকা নিয়ে শাহিন ও সজীবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব হয়। গতরাতে মাদক কারবারের টাকা ভাগাভাগি করার কথা জানালে জাফর টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে আসেন। এ সময় জাফরকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
আহত জাফরের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়রা ধাওয়া দিয়ে শাহিন ও সজীবকে আটক করে গণপিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ময়নাতদন্তের জন্য জাফর উল্লাহর লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আজ দুপুরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহিন হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ আজকের পত্রিকাকে বলেন, জাফর উল্লাহ একজন চিহ্নিত মাদক কারবারি। মাদক কারবারের অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত থাকায় শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সাইকেল চুরির বিষয়ে অভিযোগ দিতে গিয়ে রেজিস্ট্রারের কাছে দুর্ব্যবহার ও হেনস্তার শিকার হয়েছেন বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী অভিযোগ তুলেছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।
৩ মিনিট আগেমো. তানভীর সালেহীন ইমনকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১২ / ০২ / ২০২৫ তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি ডিআইজি, রাজশাহী রেঞ্জ-এর কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
২৫ মিনিট আগেটাঙ্গাইলের ভূঞাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই ট্রাক বসতঘরে ঢুকে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় রমেছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হন।
১ ঘণ্টা আগেকক্সবাজার-মহেশখালী নৌরুটে ২৫০ যাত্রী বহনে সক্ষম একটি নতুন সী-ট্রাক উদ্বোধন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. সাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে