Ajker Patrika

সাংবাদিককে মারতে এলেন শেকৃবি ছাত্রলীগের সভাপতি

শেকৃবি প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫: ৩২
সাংবাদিককে মারতে এলেন শেকৃবি ছাত্রলীগের সভাপতি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ছাত্রলীগের দলীয় অনুষ্ঠানে না যেতে চাওয়ায় এমদাদুল হক নামের এক সাংবাদিককে মারতে উদ্ধত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান মিঠু। এমদাদুল হক দেশ রূপান্তর পত্রিকার শেকৃবি প্রতিনিধি। 

জানা গেছে, আজ রোববার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে যাওয়ার সময় এমদাদকে জোরপূর্বক দলীয় অনুষ্ঠানে নিয়ে যেতে চান মিঠু। পরিচয় দিয়ে অনুষ্ঠানে যেতে না চাইলে মিঠু তেড়ে এসে থাপ্পর দিয়ে এমদাদুলের কান ফাটাতে চান। 

ভুক্তভোগী সাংবাদিক এমদাদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ক্লাসে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমাকে পথরুদ্ধ করেন ছাত্রলীগের সভাপতি মিঠু। এ সময় তিনি আমাকে ক্লাস বাদ দিয়ে দলীয় অনুষ্ঠানে যেতে বলেন। আমি তখন সাংবাদিক পরিচয় দিয়ে অনুষ্ঠানে যেতে না চাইলে তিনি আমার দিকে হাত উঠিয়ে তেড়ে এসে বলেন, থাপ্পর মেরে তোর কান ফাটায় দিব। এ সময় তিনি ও তাঁর পাশে থেকে কয়েকজন আমার সঙ্গে এ নিয়ে উচ্চবাচ্য করেন। আমি বারবার অস্বীকৃতি জানালেও মিঠু শরীর ধরে জোরপূর্বক অনুষ্ঠানে নিতে বাধ্য করতে থাকেন।’ 

ঘটনাটির প্রত্যক্ষদর্শী শেকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওলী আহম্মেদ বলেন, ‘এমদাদ ও আমি একই বর্ষের হওয়ায় সে সময় আমিও ক্লাসে যাচ্ছিলাম। ওই জায়গায় বিশৃঙ্খলা দেখলে আমি তাৎক্ষণিকভাবে সেখানে যাই। এ সময় আমি সাংবাদিক ও সাংবাদিক সমিতির পরিচয় দিলে সভাপতি মিঠু হেয় প্রতিপন্ন করে বলেন, তোমাদের আমি চিনি। কমিটি দিছ, আমাদের সাথে দেখা কর্‌স?’ 

এ সম্পর্কে জানতে সভাপতি মাসুদুর রহমান মিঠুর মুঠোফোনে বারবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হারুন-উর-রশিদ সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী সাংবাদিকের কাছ থেকে আমি বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত