Ajker Patrika

রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪: ৪২
রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পরে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েতটুলি গাঙ্গুলি লেনের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। 

মৃত শাহনাজের ছেলে মশিউর রহমান জানান, বংশাল কায়েতটুলীতে তাঁদের নিজেদের বাসা। তাঁর বাবার নাম জুয়েল আলম। ভোরে তাঁর মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

মশিউর আরও জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি এমনিতেই পড়ে গিয়েছে তা বলতে পারছেন না। 

উপপরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত