নিজস্ব প্রতিবেদক, সাভার
সাভার পৌর এলাকার আনন্দপুরে সেই মাদক কারবারি স্বপন মিয়ার বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ঘরের মেঝে খুঁড়ে এসব উদ্ধার করা হয়। সেখানে কাপড় দেখে সেটি এক বছর আগে নিখোঁজ পোশাক শ্রমিক তোফাজ্জল হোসেন টোটনের কঙ্কাল বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।
এর আগে গত ৬ জুন বিরুলিয়া ইউনিয়নের খনিজনগরে স্বপনের অপর একটি বাড়ির পাশ থেকে পুলিশের তথ্যদাতা সীমা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকেও হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
নিহত পোশাক শ্রমিক তোফাজ্জল হোসেন (২৮) ইমান্দিপুর চৌরাস্তার সালামত মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
তোফাজ্জল হোসেনের চাচা ব্যবসায়ী উচমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২৩ সালের ১৯ আমার ভাতিজা তোফাজ্জল হোসেন নিখোঁজ হন। এর আগের দিন মাদক কারবারি স্বপন মিয়া ও তাঁর সহযোগীদের সঙ্গে তোফাজ্জলের মারামারি হয়। স্বপনের মাদকের কারবারের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়েছিল। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে ওই বছর ২১ এপ্রিল সাভার থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর এক বছর পর আজ মঙ্গলবার স্বপনের ঘরের ভেতর থেকে তোফাজ্জলের কংকাল উদ্ধার করল পুলিশ।’
স্বপনের ঘনিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বপন মিয়া সাভার পৌর এলাকাসহ বিরুলিয়াতে মাদকের কারবার করে আসছিলেন। বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মিয়াসহ কতিপয় প্রভাবশালী তাঁকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। তাঁর (স্বপন) স্ত্রী পপি আক্তার ও জনৈক সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন তাঁকে মাদক বিক্রিতে সহায়তা করতেন। মাদকের কারবার করে তিনি (স্বপন) পৌর এলাকার আনন্দপুর ও বাড্ডা এবং বিরুলিয়ার খনিজনগরসহ ধামরাইয়ে পাঁচটি বাড়ি করেছেন। আনন্দপুরে যে বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে দুই বছর আগে স্বপন ওই বাড়িটি ৬০ লাখ টাকায় ক্রয় করেছিলেন।
নিহত তোফাজ্জল হোসেরনের বোন পূর্ণিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন আনন্দপুরের দ্বিতীয় তলার বাড়িতে থেকে মাদক বেচাকেনা করতেন। অনেক রুম খালি থাকার পরও তিনি কাউকে ভাড়া দিতেন না। আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে স্বপন ওই বাসা ছেড়ে অন্যত্র চলে যান। এ কারণে আমাদের সন্দেহ হতো আমার ভাইকে হত্যার পর লাশ ওই বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে বারবার জানানোর পরেও লাশ উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশের সোর্স সীমা বেগম হত্যার ঘটনায় প্রযুক্তির সহয়তা নিয়ে প্রথমে মাদক কারবারি স্বপনের সহযোগী সাইফুল ইসলমকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়ার তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী উদ্ধার করা হয় সীমার লাশ। সীমা হত্যার ঘটনায় সাইফুল ও স্বপনসহ পাঁচজন জড়িত ছিলেন। পরে স্বপনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর ঘরের মেঝে খুঁড়ে আজ মঙ্গলবার কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের সঙ্গে থাকা জামা দেখে স্ত্রী রানী বেগম কঙ্কালটি তাঁর স্বামী তোফাজ্জল হোসেনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ডিএনএ পরীক্ষা করা হবে।’
এসপি আসাদুজ্জামান খান আরও বলেন, ‘স্বপনকে আটকের সময় তাঁর কাছে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। তিনি একজন সিরিয়াল কিলার ও মাদক কারবারি।’
সাভার পৌর এলাকার আনন্দপুরে সেই মাদক কারবারি স্বপন মিয়ার বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ঘরের মেঝে খুঁড়ে এসব উদ্ধার করা হয়। সেখানে কাপড় দেখে সেটি এক বছর আগে নিখোঁজ পোশাক শ্রমিক তোফাজ্জল হোসেন টোটনের কঙ্কাল বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।
এর আগে গত ৬ জুন বিরুলিয়া ইউনিয়নের খনিজনগরে স্বপনের অপর একটি বাড়ির পাশ থেকে পুলিশের তথ্যদাতা সীমা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকেও হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।
নিহত পোশাক শ্রমিক তোফাজ্জল হোসেন (২৮) ইমান্দিপুর চৌরাস্তার সালামত মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
তোফাজ্জল হোসেনের চাচা ব্যবসায়ী উচমান গনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২৩ সালের ১৯ আমার ভাতিজা তোফাজ্জল হোসেন নিখোঁজ হন। এর আগের দিন মাদক কারবারি স্বপন মিয়া ও তাঁর সহযোগীদের সঙ্গে তোফাজ্জলের মারামারি হয়। স্বপনের মাদকের কারবারের প্রতিবাদ করাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত হয়েছিল। নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে ওই বছর ২১ এপ্রিল সাভার থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এর এক বছর পর আজ মঙ্গলবার স্বপনের ঘরের ভেতর থেকে তোফাজ্জলের কংকাল উদ্ধার করল পুলিশ।’
স্বপনের ঘনিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বপন মিয়া সাভার পৌর এলাকাসহ বিরুলিয়াতে মাদকের কারবার করে আসছিলেন। বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হামিদ মিয়াসহ কতিপয় প্রভাবশালী তাঁকে প্রশ্রয় দিয়ে আসছিলেন। তাঁর (স্বপন) স্ত্রী পপি আক্তার ও জনৈক সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন তাঁকে মাদক বিক্রিতে সহায়তা করতেন। মাদকের কারবার করে তিনি (স্বপন) পৌর এলাকার আনন্দপুর ও বাড্ডা এবং বিরুলিয়ার খনিজনগরসহ ধামরাইয়ে পাঁচটি বাড়ি করেছেন। আনন্দপুরে যে বাড়ি থেকে কঙ্কাল উদ্ধার করা হয়েছে দুই বছর আগে স্বপন ওই বাড়িটি ৬০ লাখ টাকায় ক্রয় করেছিলেন।
নিহত তোফাজ্জল হোসেরনের বোন পূর্ণিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘স্বপন আনন্দপুরের দ্বিতীয় তলার বাড়িতে থেকে মাদক বেচাকেনা করতেন। অনেক রুম খালি থাকার পরও তিনি কাউকে ভাড়া দিতেন না। আমার ভাই নিখোঁজ হওয়ার পর থেকে স্বপন ওই বাসা ছেড়ে অন্যত্র চলে যান। এ কারণে আমাদের সন্দেহ হতো আমার ভাইকে হত্যার পর লাশ ওই বাড়িতেই লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে বারবার জানানোর পরেও লাশ উদ্ধারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান খান বলেন, ‘পুলিশের সোর্স সীমা বেগম হত্যার ঘটনায় প্রযুক্তির সহয়তা নিয়ে প্রথমে মাদক কারবারি স্বপনের সহযোগী সাইফুল ইসলমকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়ার তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি অনুযায়ী উদ্ধার করা হয় সীমার লাশ। সীমা হত্যার ঘটনায় সাইফুল ও স্বপনসহ পাঁচজন জড়িত ছিলেন। পরে স্বপনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী তাঁর ঘরের মেঝে খুঁড়ে আজ মঙ্গলবার কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালের সঙ্গে থাকা জামা দেখে স্ত্রী রানী বেগম কঙ্কালটি তাঁর স্বামী তোফাজ্জল হোসেনের বলে শনাক্ত করেন। এ ঘটনায় ডিএনএ পরীক্ষা করা হবে।’
এসপি আসাদুজ্জামান খান আরও বলেন, ‘স্বপনকে আটকের সময় তাঁর কাছে একটি বিদেশি রিভলবার পাওয়া যায়। তিনি একজন সিরিয়াল কিলার ও মাদক কারবারি।’
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা। প্রধান শিক্ষকবিহীন এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাঁদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ
৮ ঘণ্টা আগেদুই দশক কিছুটা শান্ত থাকার পর কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে আবার ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। এক মাসের ব্যবধানে দুবার ডাকাতির ঘটনা ঘটেছে। এ দুই ঘটনায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিরোধেও কার্যকর উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আবার ডাকাতি শুরু হওয়ায় ১৪ কিলোমিটার এই নৌপথের নৌযান, যাত্রী
৮ ঘণ্টা আগেরাত ১০টার দিকে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আড়ংঘাটা থানার লতার বাইপাস মোড় লিংক রোড থেকে বাইপাস মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময়ে আফিলগেট থেকে খুলনাগামী একটি বাস তাঁদের ধাক্কা দেয়।
৯ ঘণ্টা আগে