শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় রাজউকের নীতিমালা ভেঙে নির্মাণ হচ্ছিল ভবন। খবর পেয়ে নির্মাণকাজ বন্ধ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ বুধবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (উপসচিব, এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে হাজিনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় রাজউকের নকশা ও নিয়মভঙ্গ করে নির্মাণাধীন তিন ভবনের কাজ বন্ধ করা হয়। ক্ষণিকালয় নামের ১০ তলা ভবনমালিক ও আইয়ুব নবী এন্টারপ্রাইজকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দুই ভবনের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ভবনমালিকেরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছেন। অভিযানকালে ভবনমালিকেরা তাঁদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজউকের প্রমাণাদি দেখাতে পারেননি।
এ বিষয়ে ক্ষণিকালয় ভবনের পরিচালক মো. হাফিজ আহমেদ পাটোয়ারি বলেন, ‘টাকা ছাড়া রাজউকে কোনো প্ল্যান পাস হয় না। এক একটি প্ল্যান পাস করতে ২০ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়েছে। আর রাজউকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করে আমরা কোনো কাজ করিনি। বিগত দিনে তাঁদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ চলমান রেখেছি। অথচ ৫ আগস্টের পর নতুন করে আবারও নিয়ম বানিয়েছে রাজউক। বিগত দিনে এই অঞ্চলের কোনো ভবনমালিক রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করেনি। কিন্তু কারও না কারও অভিযোগের ভিত্তিতে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।’
এই উচ্ছেদ অভিযানে অংশ নেন রাজউকের পরিচালক (জোন-৬) শামীমা মোমেন, অথরাইজড অফিসার জোন-৬/২ জান্নাতুল মাওয়া, সরকারি অথরাইজড অফিসার শাহনাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক নজরুল ইসলাম মনি, বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক ফিরোজ আলম, নাজিম উদ্দিন, মারুফ হোসেন, অমিত হাসান, মিল্লাত হোসেন, মো. শাহ আলম, মলয় চন্দ্র রায়, হায়াত মাহমুদ শামীম, আল জুবায়ের প্রমুখ।
এ সময় অভিযানে সহযোগিতা করেন বিদ্যুৎ বিভাগের সারুলিয়া ডিপিডিসি দল ও ডেমরা থানা-পুলিশ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন, ‘বিগত দিনে রাজধানীতে যত ভবন নির্মাণ হয়েছে নীতিমালা ভঙ্গ করে, সেগুলোর ব্যবস্থা সরকার নেবে। বর্তমানে ভবন নির্মাণে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি চলবে না। আমরা সরেজমিনে দেখেছি, ভবন নির্মাণকারীরা নিয়মবহির্ভূতভাবে সড়কে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলকে বিঘ্নিত করছে। আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা তারা মানছে না। তাই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মনির হোসেন আরও বলেন, ‘আমরা বর্তমানে যে অভিযান পরিচালনা করছি, এতে জনগণকে সতর্ক করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে রাজউক নীতিমালা ভঙ্গ করে কোনো প্রকার কাজ না করেন। বিশেষ করে, নীতিমালা ভঙ্গ করে যারা কাজ করে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। পরিমাণমতো জায়গা না ছেড়ে কাজ করলে অভ্যন্তরীণ সড়ক অপ্রশস্ত হয়ে যায়। আর ভবনের চারপাশ খোলামেলা না রাখলে আগুন লাগাসহ অনাকাঙ্ক্ষিত যেকোনো প্রকার ঘটনায় ফায়ার সার্ভিসসহ কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করতে পারে না।’
রাজধানীর ডেমরায় রাজউকের নীতিমালা ভেঙে নির্মাণ হচ্ছিল ভবন। খবর পেয়ে নির্মাণকাজ বন্ধ ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
আজ বুধবার দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক (উপসচিব, এস্টেট ও ভূমি-২) মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে হাজিনগর এলাকায় এই অভিযান চালানো হয়।
এ সময় রাজউকের নকশা ও নিয়মভঙ্গ করে নির্মাণাধীন তিন ভবনের কাজ বন্ধ করা হয়। ক্ষণিকালয় নামের ১০ তলা ভবনমালিক ও আইয়ুব নবী এন্টারপ্রাইজকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই দুই ভবনের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে রাজউকের অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ভবনমালিকেরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছেন। অভিযানকালে ভবনমালিকেরা তাঁদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজউকের প্রমাণাদি দেখাতে পারেননি।
এ বিষয়ে ক্ষণিকালয় ভবনের পরিচালক মো. হাফিজ আহমেদ পাটোয়ারি বলেন, ‘টাকা ছাড়া রাজউকে কোনো প্ল্যান পাস হয় না। এক একটি প্ল্যান পাস করতে ২০ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়েছে। আর রাজউকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করে আমরা কোনো কাজ করিনি। বিগত দিনে তাঁদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ চলমান রেখেছি। অথচ ৫ আগস্টের পর নতুন করে আবারও নিয়ম বানিয়েছে রাজউক। বিগত দিনে এই অঞ্চলের কোনো ভবনমালিক রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করেনি। কিন্তু কারও না কারও অভিযোগের ভিত্তিতে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।’
এই উচ্ছেদ অভিযানে অংশ নেন রাজউকের পরিচালক (জোন-৬) শামীমা মোমেন, অথরাইজড অফিসার জোন-৬/২ জান্নাতুল মাওয়া, সরকারি অথরাইজড অফিসার শাহনাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক নজরুল ইসলাম মনি, বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক ফিরোজ আলম, নাজিম উদ্দিন, মারুফ হোসেন, অমিত হাসান, মিল্লাত হোসেন, মো. শাহ আলম, মলয় চন্দ্র রায়, হায়াত মাহমুদ শামীম, আল জুবায়ের প্রমুখ।
এ সময় অভিযানে সহযোগিতা করেন বিদ্যুৎ বিভাগের সারুলিয়া ডিপিডিসি দল ও ডেমরা থানা-পুলিশ।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন, ‘বিগত দিনে রাজধানীতে যত ভবন নির্মাণ হয়েছে নীতিমালা ভঙ্গ করে, সেগুলোর ব্যবস্থা সরকার নেবে। বর্তমানে ভবন নির্মাণে কোনো প্রকার অনিয়ম ও দুর্নীতি চলবে না। আমরা সরেজমিনে দেখেছি, ভবন নির্মাণকারীরা নিয়মবহির্ভূতভাবে সড়কে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলকে বিঘ্নিত করছে। আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা তারা মানছে না। তাই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
মনির হোসেন আরও বলেন, ‘আমরা বর্তমানে যে অভিযান পরিচালনা করছি, এতে জনগণকে সতর্ক করা হচ্ছে, যাতে তারা ভবিষ্যতে রাজউক নীতিমালা ভঙ্গ করে কোনো প্রকার কাজ না করেন। বিশেষ করে, নীতিমালা ভঙ্গ করে যারা কাজ করে, তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। পরিমাণমতো জায়গা না ছেড়ে কাজ করলে অভ্যন্তরীণ সড়ক অপ্রশস্ত হয়ে যায়। আর ভবনের চারপাশ খোলামেলা না রাখলে আগুন লাগাসহ অনাকাঙ্ক্ষিত যেকোনো প্রকার ঘটনায় ফায়ার সার্ভিসসহ কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করতে পারে না।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৩ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৪ ঘণ্টা আগে