Ajker Patrika

রাজধানীকে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢামেক প্রতিবেদক
Thumbnail image

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ও রাত ১০টার দিকে উত্তরা তিন নম্বর সেক্টরে এ দুটি দুর্ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩৫) বছরের এক যুবক এবং উত্তরা তিন নম্বর সেক্টরে ট্রাকের ধাক্কায় শাহজাদা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

যাত্রাবাড়ী থেকে ওই অজ্ঞাত যুবককে উদ্ধার করে হাসপাতালে আনা কদমতলি থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, তিনি মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

সাইফুল ইসলাম বলেন, তিনি ওই কাভার্ডভ্যানটি চালকসহ জব্দ করেন এবং গুরুতর আহত হওয়া ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে। তাঁরাই পরবর্তী ব্যবস্থা নেবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এদিকে শাহজাদাকে হাসপাতালে আনা সহকর্মী মো. রাফাতুজ জামান বলেন, তারা ইকোলোজিকস নামে একটি আইটি ফার্মে চাকরি করেন। শাহজাদা আইটি ইঞ্জিনিয়ার ছিলেন। তাঁর বাসা মোহাম্মদপুর এলাকায়।

তিনি আরও বলেন, রাতে ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিলেন। উত্তরা তিন নম্বর সেক্টরে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি ট্রাক সজোরে ধাক্কা দেয় শাহজাদাকে। এতে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। শাহজাদার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত