Ajker Patrika

৪৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের ৫ মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৭: ৩৬
৪৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ: স্ত্রী-সন্তানসহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দুদকের ৫ মামলা

৪৪৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাঁর স্ত্রী-সন্তান ও এপিএসসহ পাঁচজনকে আসামি করে পৃথক পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদক প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

মামলার অপর আসামিরা হলেন- আসাদুজ্জামান খান, তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতি, কন্যা শাফিয়া তাসনিম খান ও সাবেক এপিএস মনির হোসেন।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ক্ষমতার অপব‌্যবহার করে ঘুষ–দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা-১–এ এসব মামলা দায়ের করা হয়।

এ ছাড়া অভিযোগ সংশ্লিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. হারুন-অর-রশিদ বিশ্বাস, যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, উপপুলিশ মহাপরিদর্শক (সিআইডি) মোল্যা নজরুল ইসলাম, মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্যা ইব্রাহিম হোসেনের বিরুদ্ধে অভিযোগগুলোর অনুসন্ধান চলমান রয়েছে।

মামলার বাদীরা হলেন অনুসন্ধান দলের দলনেতা দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন। এ ছাড়া তিন সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ও মো. নাছরুল্লাহ হোসাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত