Ajker Patrika

৯৯৯ এ ফোন: ৫ কিলোমিটার ধাওয়া করে চোর ধরল পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯৯৯ এ ফোন: ৫ কিলোমিটার ধাওয়া করে চোর ধরল পুলিশ 

জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ ফোনের পর গাজীপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেল ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় চোরকে আটক করা হয়। 

আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ৯৯৯ এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার। 

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবা সেল ৯৯৯ এ কল করে একজন অভিযোগ করেন, ইয়ামাহা ফেজার ব্র্যান্ডের নীল রঙের ঢাকা মেট্রো-গ-৫০-৩৬০৩ নম্বরের একটি মোটরসাইকেল গাজীপুর থেকে চুরি হয়ে গেছে। মোটরসাইকেলটিতে সংযোজিত জিপিএস লোকেশন ট্র্যাকারের মাধ্যমে তারা দেখতে পাচ্ছিলেন মোটরসাইকেলটি বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার কাছাকাছি চলন্ত অবস্থায় আছে। গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটায় তারা এ তথ্য জানান। 

জাতীয় জরুরি সেবা সেলে কলটি রিসিভ করেন কনস্টেবল শিমু খাতুন। শিমু তাৎক্ষণিকভাবে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও হাইওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। পরবর্তীতে ৯৯৯ ডিসপাচার এ এস আই আসাদুজ্জামান কলার এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে পুলিশি তৎপরতার আপডেট নিতে থাকেন।

আনোয়ার সাত্তার আরও জানান, সংবাদ পেয়ে কুমিল্লার ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা-পুলিশের একটি দল ঢাকা চট্টগ্রাম নিমসার বাজারের কাছে মোটরসাইকেলটি দেখতে পায়। এরপর প্রায় ৫ কিলোমিটার ধাওয়া করে কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছাকাছি মহাসড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করে। এ মোটরসাইকেল চুরির দায়ে আবু হানিফ (৩৫) নামে একজনকে আটক করা হয়। 

আটকের বিষয়টি ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এ এস আই জহিরুল ইসলাম ৯৯৯ কে বিষয়টি নিশ্চিত করেন। আটক হানিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত