ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ডোবায় পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাসের কন্ডাক্টর আব্দুল বাতেন (৪৫) ও মুক্তা আক্তার (২৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একেএইস কারখানার সামনের একটি ডোবা থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যাত্রীসেবা নামের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ডোবায় পরে উল্টে যায়।
নিহত মুক্তা আক্তার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং নিহত মো. আব্দুল বাতেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রুয়াইল এলাকার সোবহান মির্জার ছেলে ৷ তিনি ওই বাসের কন্ডাক্টর ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে যাত্রীসেবা নামের একটি বাস ধামরাই বাড়বাড়িয়া বাসস্ট্যান্ড থেকে নয়ারহাট যাচ্ছিল। পথে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একেএইচ কারখানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডোবায় পড়ে যায়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করলেও ডোবায় পানি থাকায় এবং অনেক রাত হয়ে যাওয়ায় বাসটি উদ্ধারে ব্যর্থ হোন। আজ সকাল থেকে আবার বাসটি তোলার চেষ্টা শুরু হয়। সন্ধ্যায় বাসটি ডোবা থেকে ওঠাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসটি ওঠানোর সময় বাসের সঙ্গে মুক্তা আক্তারের মরদেহ ভেসে উঠে। পরে ডোবায় ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে বাসের আব্দুল বাতেনের মরদেহও উদ্ধার করে।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, মরদেহ দুটি গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ডোবায় পড়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাসের কন্ডাক্টর আব্দুল বাতেন (৪৫) ও মুক্তা আক্তার (২৫) নামের এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশের একেএইস কারখানার সামনের একটি ডোবা থেকে এই দুই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যাত্রীসেবা নামের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের ডোবায় পরে উল্টে যায়।
নিহত মুক্তা আক্তার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং নিহত মো. আব্দুল বাতেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রুয়াইল এলাকার সোবহান মির্জার ছেলে ৷ তিনি ওই বাসের কন্ডাক্টর ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে যাত্রীসেবা নামের একটি বাস ধামরাই বাড়বাড়িয়া বাসস্ট্যান্ড থেকে নয়ারহাট যাচ্ছিল। পথে ধামরাইয়ের বালিথা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একেএইচ কারখানার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি ডোবায় পড়ে যায়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই রেকার দিয়ে বাসটি উদ্ধারের চেষ্টা করলেও ডোবায় পানি থাকায় এবং অনেক রাত হয়ে যাওয়ায় বাসটি উদ্ধারে ব্যর্থ হোন। আজ সকাল থেকে আবার বাসটি তোলার চেষ্টা শুরু হয়। সন্ধ্যায় বাসটি ডোবা থেকে ওঠাতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসটি ওঠানোর সময় বাসের সঙ্গে মুক্তা আক্তারের মরদেহ ভেসে উঠে। পরে ডোবায় ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে বাসের আব্দুল বাতেনের মরদেহও উদ্ধার করে।
ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা জানান, মরদেহ দুটি গোলড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, এ ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের টঙ্গীতে মাদক, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে টঙ্গীর হাজি মাজার বস্তিতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হয় এই অভিযান। এতে অংশ নিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ, সেনাবাহিনী, র্যাবসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) সদস্যরা।
৭ মিনিট আগেনোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে আনন্দমিছিল হয়েছে। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের বাবা মাওলানা আবদুল মালেক।
১৩ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতু গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা চলমান।
২৪ মিনিট আগেদলের বর্ধিত সভায় উপস্থিত না হয়ে টেন্ডারবাজিতে জড়িত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
৩০ মিনিট আগে