Ajker Patrika

গ্রিল কেটে বাসায় ঢুকে মারধর ও ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, স্ত্রী আহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাসার গ্রিল কেটে ঢুকে মারধর ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫)।

আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে সালমা বেগমের অভিযোগ, মঙ্গলবার ভোরে এক দল ডাকাত এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ীতে নিজেদের পাঁচতলা বাড়ির দোতলায় থাকতেন তাঁর বাবা-মা। ভোরে ওই বাসার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তাঁর বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। তাঁর মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, এই দম্পতি বিবির বাগিচা এলাকার বাসিন্দা। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাঁদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করে।

‎তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আক্কেলপুরে সন্ত্রাসী হামলায় পুলিশ কর্মকর্তা আহত

কারাগারের সঙ্গী রিকশাচালক রাজুকে ভোলেননি আখতার

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, এক হিসাবে ২৬ কোটি টাকা

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

৪০ কোটি টাকা নয়, মেজর জেনারেল (অব.) হামিদুলের চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধ— দুদকের সংশোধনী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত