নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাসার গ্রিল কেটে ঢুকে মারধর ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫)।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা বেগমের অভিযোগ, মঙ্গলবার ভোরে এক দল ডাকাত এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ীতে নিজেদের পাঁচতলা বাড়ির দোতলায় থাকতেন তাঁর বাবা-মা। ভোরে ওই বাসার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তাঁর বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। তাঁর মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, এই দম্পতি বিবির বাগিচা এলাকার বাসিন্দা। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাঁদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।
বাসার গ্রিল কেটে ঢুকে মারধর ও ছুরিকাঘাতে ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী সালেহা বেগম (৭৫)।
আজ মঙ্গলবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৬টার দিকে ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সালমা বেগমের অভিযোগ, মঙ্গলবার ভোরে এক দল ডাকাত এ ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, যাত্রাবাড়ীতে নিজেদের পাঁচতলা বাড়ির দোতলায় থাকতেন তাঁর বাবা-মা। ভোরে ওই বাসার গ্রিল কেটে একদল ডাকাত প্রবেশ করে। এরপর তাঁর বাবা-মাকে মারধর ও জিম্মি করে ঘরে লুটপাট চালায়। খবর পেয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁর বাবাকে মৃত ঘোষণা করেন। তাঁর মা সালেহা বেগমের ডান পায়ে ধারালো আঘাত রয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত নারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবগত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক আজকের পত্রিকাকে বলেন, এই দম্পতি বিবির বাগিচা এলাকার বাসিন্দা। আজ ভোরে গ্রিল কেটে কে বা কারা বাসায় ঢুকে তাঁদের একজনকে হত্যা করে এবং অন্যজনকে গুরুতর আহত করে।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে।
গোপালপুরে পাঁচ পায়ের এক বাছুর জন্ম নিয়েছে। ব্যতিক্রমী এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে মানুষ ভিড় করছেন বাছুরটিকে একনজর দেখার জন্য।
১২ মিনিট আগেকুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণ ও নির্যাতনের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার চার যুবককে তিন দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৫ মিনিট আগেকক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আট মামলায় ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৩ মিনিট আগেফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি এ কে আজাদের বাড়িতে মিছিল ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগের মামলায় বিএনপির ১৩ নেতা-কর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুরের আমলি আদালত-১-এ (সদর কোর্ট) আসামিরা আত্মসমর্পণের পর জামিন আবেদন করেন। পরে আদালতের বিচারক
৩৪ মিনিট আগে