Ajker Patrika

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএমপির আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২২, ১৩: ২০
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ডিএমপির আনন্দ শোভাযাত্রা

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে। বর্ণাঢ্য শোভাযাত্রাটি আজ শনিবার সকাল ৯টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা এতে অংশ নেন।

শোভাযাত্রা শুরুর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রশাসন মীর রেজাউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও একাগ্রতার কারণেই আজ পদ্মা সেতু নির্মিত হয়েছে। আজ পদ্মা সেতুর ঐতিহাসিক উদ্বোধন। সেই আনন্দের অংশীদার ও গৌরবের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে। জাতির যে আনন্দ, তার সঙ্গে আমরা সম্পৃক্ত হয়ে জাতির একটি অংশ হিসেবে এই আনন্দ শোভাযাত্রায় আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছি। আমরা গর্বিত অনুভব করছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’ 

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস কৃষ্ণপদ রায় বলেন, ‘আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমরা আনন্দ উদ্‌যাপন করছি। জাতির সঙ্গে আমরাও আজ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি দেখব।’ পদ্মা সেতুর উদ্বোধন ও বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনস্বীকার্য ভূমিকার প্রশংসা করে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত