Ajker Patrika

সরকার পতনের পর যা জানালেন মেনন ও দিলীপ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০০: ৩১
সরকার পতনের পর যা জানালেন মেনন ও দিলীপ বড়ুয়া

শেখ হাসিনা দেশত্যাগের পর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ১৪ দলীয় নেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। 

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, ‘এখনই মূল্যায়নের কিছু নেই। ওরা কী করে আগে দেখি। আমরা দেখলাম জামায়াত-হেফাজতকে সবাই সামনে নিয়ে আসল। এরাই তো সামনে আসল।’ 

শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে মেনন বলেন, ‘আমি তো কিছুই জানি না। যা দেখতেছি তা নিয়ে এখনো কিছু বলার নেই। পরে কথা বলব।’ 

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতির মূল্যায়ন করার সময় এখনো আসেনি।’ 

শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি কেমনে, কীভাবে গেলেন—সেটা বুঝতে পারছি না।’ 

আওয়ামী লীগকে কী ধরনের পথ অতিক্রম করতে হতে পারে—এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ নির্ভর করবে।’ 
 
পরিস্থিতি এমন হওয়ার আশঙ্কা ছিল কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন হবে বলে আমাদের কোনো ধারণা ছিল না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত