নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা দেশত্যাগের পর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ১৪ দলীয় নেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, ‘এখনই মূল্যায়নের কিছু নেই। ওরা কী করে আগে দেখি। আমরা দেখলাম জামায়াত-হেফাজতকে সবাই সামনে নিয়ে আসল। এরাই তো সামনে আসল।’
শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে মেনন বলেন, ‘আমি তো কিছুই জানি না। যা দেখতেছি তা নিয়ে এখনো কিছু বলার নেই। পরে কথা বলব।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতির মূল্যায়ন করার সময় এখনো আসেনি।’
শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি কেমনে, কীভাবে গেলেন—সেটা বুঝতে পারছি না।’
আওয়ামী লীগকে কী ধরনের পথ অতিক্রম করতে হতে পারে—এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ নির্ভর করবে।’
পরিস্থিতি এমন হওয়ার আশঙ্কা ছিল কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন হবে বলে আমাদের কোনো ধারণা ছিল না।’
শেখ হাসিনা দেশত্যাগের পর জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার উদ্ভূত পরিস্থিতি নিয়ে ১৪ দলীয় নেতাদের সঙ্গে কথা হয় আজকের পত্রিকার।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, ‘এখনই মূল্যায়নের কিছু নেই। ওরা কী করে আগে দেখি। আমরা দেখলাম জামায়াত-হেফাজতকে সবাই সামনে নিয়ে আসল। এরাই তো সামনে আসল।’
শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়াকে কীভাবে দেখছেন এমন প্রশ্নে মেনন বলেন, ‘আমি তো কিছুই জানি না। যা দেখতেছি তা নিয়ে এখনো কিছু বলার নেই। পরে কথা বলব।’
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘পরিস্থিতির মূল্যায়ন করার সময় এখনো আসেনি।’
শেখ হাসিনার দেশ ছাড়ার বিষয়টি কীভাবে দেখছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘তিনি কেমনে, কীভাবে গেলেন—সেটা বুঝতে পারছি না।’
আওয়ামী লীগকে কী ধরনের পথ অতিক্রম করতে হতে পারে—এমন প্রশ্নের জবাবে দিলীপ বড়ুয়া বলেন, ‘পরিবেশ-পরিস্থিতির ওপর দলটির ভবিষ্যৎ নির্ভর করবে।’
পরিস্থিতি এমন হওয়ার আশঙ্কা ছিল কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন হবে বলে আমাদের কোনো ধারণা ছিল না।’
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক মো. ফিরোজ সরকার নগরীতে বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার নগরীর নিউমার্কেটসংলগ্ন কাঁচাবাজারে নিত্যপণ্যের সরবরাহের বিষয়ে খোঁজখবর নেন এবং খাদ্যদ্রব্যের বাজার দর পর্যবেক্ষণ করেন।
৫ মিনিট আগেকক্সবাজারের কুতুবদিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতা শেখ শহিদুল ইসলাম লালাকে আটক করেছে পুলিশ। তিনি কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
৭ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে ব্যাংকের ভল্ট কেটে ৮ লাখ টাকার বেশি চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতের কোনো একসময় উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় এ চুরি হয়। শাখা সূত্রে জানা গেছে, বামন্দী বাসস্ট্যান্ডের নজরুল টাওয়ারের তৃতীয় তলায় শাখাটি অবস্থিত। চোরের দল গতকাল রাতে ব্যাংকের
২৬ মিনিট আগেচাঁদপুর জেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ ইফতারসামগ্রী তৈরি করায় ৩ ব্যবসাপ্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের বাবুরহাট ও ওয়্যারলেস বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৩৪ মিনিট আগে