Ajker Patrika

রাজধানীতে পৃথক ঘটনায় ছাদ থেকে পড়ে শিশুসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে পৃথক ঘটনায় ছাদ থেকে পড়ে শিশুসহ দুজনের মৃত্যু

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। উত্তর যাত্রাবাড়ীতে দুই তলা ভবনের ছাদ থেকে বাপ্পি (৫) নামের এক শিশু ও মিরপুর ১১ নম্বর সেকশনে নির্মাণাধীন ভবন থেকে পরে জাহাঙ্গীর হোসেন (৩০) নামের একজন মারা যান। 

আজ রোববার বেলা ১২টার দিকে মিরপুর ও বেলা ২টার দিকে উত্তর যাত্রাবাড়ী ইসলামি হাসপাতাল গলির আমজাদের বাড়িতে দুর্ঘটনা দুটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জাহাঙ্গীরকে সোয়া ৩টার দিকে ও বাপ্পিকে বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

মৃত জাহাঙ্গীরের সহকর্মী করিম উদ্দিন জানায়, মৃত জাহাঙ্গীর নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রীর কাজ করত। ঘটনার সময় তৃতীয় তলা ভবনের দ্বিতীয় তলার বাইরের দিকে মাঁচা বাধার কাজ করছিল। এ সময় পাশের থাকা বিদ্যুতের তারের সঙ্গে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

মৃত জাহাঙ্গীর যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের গোলাম হোসেনের ছেলে। তিনি বর্তমানে মিরপুর ১২ নম্বর সেকশন এলাকায় থাকত। 

এদিকে মৃত বাপ্পির বাবা মো. স্বপন জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামে। উত্তর যাত্রাবাড়ী ইসলামি ব্যাংক গলির একটি টিনশেড বাসায় ভাড়া থাকত। পিকআপ চালান তিনি। দুই ভাই এক বোনের মধ্যে বাপ্পি ছিল মেজো ছিল। সে (বাপ্পি) ছাদে খেলছিল। ছাদে রেলিং না থাকায় নিচে পড়ে যায় বাপ্পি। 

স্বপন আরও জানান, দুপুরে তিনি বাসার বাইরে ছিলেন। লোক মারফত খবর পেয়ে বাসায় গিয়ে ছেলেকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন শিশুটিকে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত