নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করায় উচ্ছ্বসিত হয়ে দলে দলে মিছিল করছেন তাঁর সমর্থকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিট খারিজ হওয়ার সংবাদ পাওয়ার পরপর মৎস্য ভবনের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এদিকে তাঁদের এই অবরোধ কর্মসূচির কারণে মৎস্য ভবন মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।
তুমুল বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করতে থাকা সমর্থকেরা রিট খারিজ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এখন আর কোনো বাধা নেই ইশরাক ভাইয়ের শপথ নিতে, আমরা আশা করি, আজকের মধ্যেই সরকার শপথের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। আর টালবাহানা করলে এর পরিণতি ভালো কিছু হবে না।’
‘এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘এইমাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’—এমন স্লোগানের সঙ্গে মিছিল করতে থাকেন ইশরাকের সমর্থকেরা।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন মোড় অবরোধ করেন ইশরাকের সমর্থকেরা। ইশরাক হোসেনের শপথ এবং উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের এ অবরোধে কাকরাইল-শাহবাগ-হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা বলেন, ‘শুধু ইশরাক হোসেনের শপথ নয়, বরং তাদের আরেকটি বড় দাবি উপদেষ্টা আসিফের পদত্যাগ। আসিফ মাহমুদ পদত্যাগ না করলে এই আন্দোলন বন্ধ হবে না। তার পদত্যাগ পর্যন্ত এই সড়ক অবরুদ্ধই থাকবে। সে যে ক্ষমতালোভী, আমরা এটা বুঝে গেছি।
‘যমুনা রে যমুনা, আমরা কিন্তু যামু না’, ‘এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড়’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’ ইত্যাদি স্লোগানে বৃষ্টির মধ্যেও সরব হয়ে ওঠে মৎস্য ভবন মোড় এলাকা।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৫ মে এই আন্দোলন শুরু হয়। গত রোববার আন্দোলনের চতুর্থ দিনে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তোলেন ইশরাককে সমর্থন দেওয়া বিএনপির নেতা-কর্মীরা।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করায় উচ্ছ্বসিত হয়ে দলে দলে মিছিল করছেন তাঁর সমর্থকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিট খারিজ হওয়ার সংবাদ পাওয়ার পরপর মৎস্য ভবনের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এদিকে তাঁদের এই অবরোধ কর্মসূচির কারণে মৎস্য ভবন মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।
তুমুল বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করতে থাকা সমর্থকেরা রিট খারিজ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এখন আর কোনো বাধা নেই ইশরাক ভাইয়ের শপথ নিতে, আমরা আশা করি, আজকের মধ্যেই সরকার শপথের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। আর টালবাহানা করলে এর পরিণতি ভালো কিছু হবে না।’
‘এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘এইমাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’—এমন স্লোগানের সঙ্গে মিছিল করতে থাকেন ইশরাকের সমর্থকেরা।
এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন মোড় অবরোধ করেন ইশরাকের সমর্থকেরা। ইশরাক হোসেনের শপথ এবং উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের এ অবরোধে কাকরাইল-শাহবাগ-হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধকারীরা বলেন, ‘শুধু ইশরাক হোসেনের শপথ নয়, বরং তাদের আরেকটি বড় দাবি উপদেষ্টা আসিফের পদত্যাগ। আসিফ মাহমুদ পদত্যাগ না করলে এই আন্দোলন বন্ধ হবে না। তার পদত্যাগ পর্যন্ত এই সড়ক অবরুদ্ধই থাকবে। সে যে ক্ষমতালোভী, আমরা এটা বুঝে গেছি।
‘যমুনা রে যমুনা, আমরা কিন্তু যামু না’, ‘এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড়’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’ ইত্যাদি স্লোগানে বৃষ্টির মধ্যেও সরব হয়ে ওঠে মৎস্য ভবন মোড় এলাকা।
ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৫ মে এই আন্দোলন শুরু হয়। গত রোববার আন্দোলনের চতুর্থ দিনে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তোলেন ইশরাককে সমর্থন দেওয়া বিএনপির নেতা-কর্মীরা।
গুমের মামলায় সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানের বিষয়ে সাবেক র্যাব কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা।
৬ মিনিট আগেরাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে গাড়িচাপায় শাহাবুল (২৪) নামে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোর চারটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগেপুরান ঢাকার ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৪৩) হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি মোহাম্মদ নান্নুকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে তাঁকে আটক করে র্যাব-১১-এর একটি দল।
১০ মিনিট আগেচাঁদপুরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে ২২ জনকে আটকের পর ২১ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে বিষয়টি জানিয়েছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
১ ঘণ্টা আগে