Ajker Patrika

রিট খারিজে উচ্ছ্বাস ইশরাক সমর্থকদের, যান চলাচল বন্ধ করে মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৫, ১২: ৩১
মৎস্য ভবনের মোড়ে ইশরাক সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা
মৎস্য ভবনের মোড়ে ইশরাক সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজ করায় উচ্ছ্বসিত হয়ে দলে দলে মিছিল করছেন তাঁর সমর্থকেরা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রিট খারিজ হওয়ার সংবাদ পাওয়ার পরপর মৎস্য ভবনের মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করা সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। এদিকে তাঁদের এই অবরোধ কর্মসূচির কারণে মৎস্য ভবন মোড়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।

তুমুল বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করতে থাকা সমর্থকেরা রিট খারিজ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এখন আর কোনো বাধা নেই ইশরাক ভাইয়ের শপথ নিতে, আমরা আশা করি, আজকের মধ্যেই সরকার শপথের ব্যাপারে সিদ্ধান্ত জানাবে। আর টালবাহানা করলে এর পরিণতি ভালো কিছু হবে না।’

‘এইমাত্র খবর এলো, ইশরাক ভাই মেয়র হলো’, ‘এইমাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’—এমন স্লোগানের সঙ্গে মিছিল করতে থাকেন ইশরাকের সমর্থকেরা।

এর আগে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন মোড় অবরোধ করেন ইশরাকের সমর্থকেরা। ইশরাক হোসেনের শপথ এবং উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের এ অবরোধে কাকরাইল-শাহবাগ-হাইকোর্ট এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধকারীরা বলেন, ‘শুধু ইশরাক হোসেনের শপথ নয়, বরং তাদের আরেকটি বড় দাবি উপদেষ্টা আসিফের পদত্যাগ। আসিফ মাহমুদ পদত্যাগ না করলে এই আন্দোলন বন্ধ হবে না। তার পদত্যাগ পর্যন্ত এই সড়ক অবরুদ্ধই থাকবে। সে যে ক্ষমতালোভী, আমরা এটা বুঝে গেছি।

‘যমুনা রে যমুনা, আমরা কিন্তু যামু না’, ‘এক দুই তিন চার, আসিফ তুই গদি ছাড়’, ‘শপথ নিয়ে টালবাহানা, চলবে না’ ইত্যাদি স্লোগানে বৃষ্টির মধ্যেও সরব হয়ে ওঠে মৎস্য ভবন মোড় এলাকা।

মৎস্য ভবনের মোড়ে ইশরাক সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা
মৎস্য ভবনের মোড়ে ইশরাক সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা

ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে গত ১৫ মে এই আন্দোলন শুরু হয়। গত রোববার আন্দোলনের চতুর্থ দিনে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তোলেন ইশরাককে সমর্থন দেওয়া বিএনপির নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত