গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কারখানার সামনে ধাওয়ার সময় ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আশপাশের দোকান ও বাড়িতে হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ম্যানাল ফ্যাশন লিমিটেড নামক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ছোট ভাই (সাবেক আওয়ামী নেতা) তছলিম সিরাজ ও তাঁর অনুগত ওয়ার্ড বিএনপির অর্ধশত নেতা-কর্মী গতকাল ওই কারখানার ঝুট আনতে যান। এ সময় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল হকের নেতৃত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ারসহ অন্যরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কারখানার সামনের সিসি ক্যামেরা ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ কর হয়, কয়েকটি দোকান ও বাড়িতেও হামলা করা হয়।
ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল জানান, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে ঝুট দিতে চেয়েছে। এদিকে বাসন থানার সভাপতি তানভীর সিরাজ জোরপূর্বক ঝুট নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাঁরা হামলা চালান। বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেন তাঁরা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সিরাজুল হক বলেন, ‘আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। আমি ঘটনায় জড়িত নই।’ এদিকে, থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের মোবাইলে কয়েকবার ফোন দিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক হামিদুল হক মোস্তফা বলেন, ‘কারখানার ঝুট বিক্রির জন্য কারও সঙ্গে চুক্তি হয়নি। আজকে (গতকাল) কারখানার বাইরে একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রমাণ পেলে অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরে একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কারখানার সামনে ধাওয়ার সময় ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং আশপাশের দোকান ও বাড়িতে হামলা চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানায়, মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডে ম্যানাল ফ্যাশন লিমিটেড নামক কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের ছোট ভাই (সাবেক আওয়ামী নেতা) তছলিম সিরাজ ও তাঁর অনুগত ওয়ার্ড বিএনপির অর্ধশত নেতা-কর্মী গতকাল ওই কারখানার ঝুট আনতে যান। এ সময় মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল হকের নেতৃত্বে ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সারোয়ারসহ অন্যরা তাঁদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কারখানার সামনের সিসি ক্যামেরা ভাঙচুর ও ৫টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ কর হয়, কয়েকটি দোকান ও বাড়িতেও হামলা করা হয়।
ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল জানান, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে ঝুট দিতে চেয়েছে। এদিকে বাসন থানার সভাপতি তানভীর সিরাজ জোরপূর্বক ঝুট নেওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী বাধা দিলে তাঁরা হামলা চালান। বেশ কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেন তাঁরা।
এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য সিরাজুল হক বলেন, ‘আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। আমি ঘটনায় জড়িত নই।’ এদিকে, থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের মোবাইলে কয়েকবার ফোন দিয়েও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কারখানার ব্যবস্থাপক হামিদুল হক মোস্তফা বলেন, ‘কারখানার ঝুট বিক্রির জন্য কারও সঙ্গে চুক্তি হয়নি। আজকে (গতকাল) কারখানার বাইরে একটি রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়, মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনি বলেন, ‘ঘটনাটি শুনেছি। প্রমাণ পেলে অবশ্যই জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুহুর আলী মোল্লার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন শহরের প্রধান মাছবাজারের ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, নুহুর আলী ক্ষমতার দাপট দেখিয়ে ১৬ বছর ধরে বাগেরহাট বাজার মৎস্য পাইকার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নিজের কবজায় রেখেছিলেন...
৪২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দেওয়ায় যুবদল নেতার নেতৃত্বে বন বিভাগের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতা-কর্মী অংশ নেন।
১ ঘণ্টা আগেসুপেয় পানির জন্য গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করতে গিয়ে গ্যাসের সন্ধান মিলেছে নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের বাসিন্দা ফারুক হোসেনের বাড়িতে। সাধারণত ভূগর্ভ থেকে ৫ থেকে ১০ দিন গ্যাস ওঠার পর বন্ধ হয়ে যায়। তবে এই স্থান থেকে এক বছর ধরে অনবরত গ্যাস উঠেই চলছে।
১ ঘণ্টা আগেঢাকা মহানগরীতে চালু হলো ই-টিকিটিং পদ্ধতি ও কাউন্টারভিত্তিক বাস সার্ভিস। নতুন পদ্ধতিতে গাজীপুর-ঢাকা সড়কের বিভিন্ন রুটে প্রথম অবস্থায় ২১টি কোম্পানির ২ হাজার ৬১০টি বাস চলবে। সব গাড়ির রং থাকছে গোলাপি।
১ ঘণ্টা আগে