Ajker Patrika

মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১১: ৫৪
মধ্যরাতে কারওয়ান বাজারে ভোক্তা অধিকারের অভিযান

সবজির মুনাফা মধ্যস্বত্বভোগী ও খুচরা ব্যবসায়ীদের পকেটে। ৩০ থেকে ৩৫ টাকার সবজি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। সোমবার দিবাগত মধ্যরাত থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজারের সবজি আড়তে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে এই চিত্র ফুটে উঠেছে। 

ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, মোকামের ৩২ টাকার শসা কারওয়ান বাজারে ৪০ থেকে ৪৫ টাকা, ৩৬ টাকার বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, ৩০ টাকার কাঁচামরিচ ৪০ টাকা, ৩৩ টাকার উস্তে বা করলা ৪৫ টাকা, ১৫ টাকার পটোল ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার খুচরা পর্যায়ে এই সবজিগুলোই প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। প্রকৃত কৃষকেরা লাভবান না হয়ে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন।

ভোক্তা অধিদপ্তর জানায়, পাইকারি ও খুচরা পর্যায়ে ৩০ থেকে ৩৫ টাকার সবজি খুচরায় ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করা হয়। এখানে প্রান্তিক কৃষক যেমন উৎপাদন খরচ পান না, অন্যদিকে ভোক্তারা উচ্চমূল্যে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। মাঝখানে দুই থেকে তিন হাত বদলের ফলে মধ্যস্বত্বভোগীরাই প্রতিদিন বিপুল পরিমাণ মুনাফা করছে। বাজার ব্যবস্থাপনা ও বিপণনে নিয়ন্ত্রণ আনতে ব্যবসায়ীসহ সবাইকে এগিয়ে আসতে হবে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা ১৫ মিনিট পর্যন্ত কারওয়ান বাজার পাইকারি আড়তে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান সরেজমিনে দেখতে ছুটে আসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত