কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন—বরাব গ্রামের মৃত আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, তাঁর স্ত্রী আছিয়া বেগম ও ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম ও মরিয়ম বেগম।
অভিযোগে জানা গেছে, উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে কল্পনা আক্তার একজন আইনজীবী। তিনি বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। গত শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তাঁর নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে মৃত বাবার কবর পরিষ্কার ও মেরামত করতে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তাঁর মা সখিনা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাদী সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী রেজাউল করিম মারা গেছেন। তাঁর রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকট আত্মীয়রা এসব সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। সেই সূত্র ধরেই আমার মেয়ে কল্পনা ও আমার ওপর হামলা চালিয়েছেন।’
এদিকে অভিযোগের বাদী ভুক্তভোগী সখিনা বেগমের দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান সখিনা বেগম।
কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের কালিয়াকৈর বাবার কবর মেরামত করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন কল্পনা আক্তার (৩২) নামের এক আইনজীবী। এ ঘটনায় কল্পনা আক্তারের মা সখিনা বেগম (৫০) বাদী হয়ে গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেন।
অভিযুক্তরা হলেন—বরাব গ্রামের মৃত আনছার আলীর ছেলে দুলাল হোসেন দুলু, তাঁর স্ত্রী আছিয়া বেগম ও ছেলে নাজমুল হাসান রাজুসহ রফিকুল ইসলাম ও মরিয়ম বেগম।
অভিযোগে জানা গেছে, উপজেলার মৌচাক ইউনিয়নের বরাব গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে কল্পনা আক্তার একজন আইনজীবী। তিনি বর্তমানে পরিবার নিয়ে উপজেলার মৌচাক এলাকায় বসবাস করেন। গত শুক্রবার দুপুরে কল্পনা আক্তার তাঁর নিজ গ্রাম বরাব এলাকায় বাবার বাড়িতে মৃত বাবার কবর পরিষ্কার ও মেরামত করতে। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে কল্পনা আক্তার ও তাঁর মা সখিনা বেগমের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, মারধরের একপর্যায়ে কল্পনা আক্তারের মাথায় আঘাত পেলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বাদী সখিনা বেগম বলেন, ‘আমার স্বামী রেজাউল করিম মারা গেছেন। তাঁর রেখে যাওয়া সম্পদ আমার মেয়েদের দিয়ে গেছে। কিন্তু আমার নিকট আত্মীয়রা এসব সম্পদ দখল করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছেন। সেই সূত্র ধরেই আমার মেয়ে কল্পনা ও আমার ওপর হামলা চালিয়েছেন।’
এদিকে অভিযোগের বাদী ভুক্তভোগী সখিনা বেগমের দেওয়া অভিযোগের বিষয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে জানান সখিনা বেগম।
কালিয়াকৈর থানার আওতাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় দায়ের করা অভিযোগটির তদন্তের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। বর্তমানে তদন্ত চলমান। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজধানীর কাকরাইলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিএফইউজে এবং চট্টগ্রাম প্রেসক্লাবের নেতারা এক যুক্ত বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ...
১ ঘণ্টা আগেছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে