Ajker Patrika

যাত্রাবাড়ীতে মুহুর্মুহু টিয়ারশেলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ, বাসাবাড়িতে শিশুদের শ্বাসকষ্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ীতে মুহুর্মুহু টিয়ারশেলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ, বাসাবাড়িতে শিশুদের শ্বাসকষ্ট

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। আশপাশের বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়েছে। শিশুদের শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়া করছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

এখানে বিক্ষোভকারীদের মধ্যে কাজলায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, একে স্কুল অ্যান্ড কলেজ, যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুল অ্যান্ড কলেজ, গভ. তুলারাম কলেজ, নারায়ণগঞ্জের ছাত্ররাই সবচেয়ে বেশি। নারায়ণগঞ্জের ছাত্ররা সকাল থেকেই বাসে করে এসে জমায়েত হয়। 

বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ মুহুর্মুহু ককটেল নিক্ষেপ করতে থাকে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিভিন্ন গলিতে ছড়িয়ে পড়ে তারা। তবে বাসাবাড়িতে টিয়ারশেলের ধোয়া ঢুকে পড়ায় শিশুরা শ্বাসকষ্ট ও চোখ জ্বালাপোড়ায় ভুগছেন। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। 

পুলিশের টিয়ারশেলের ঝাঁজে অসুস্থ হয়ে পড়ে শিশুরাও। ছবি: স্ক্রিনশটপ্রত্যক্ষদর্শী একজন জানান, ছাত্ররা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে দুপুর থেকে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত