Ajker Patrika

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১২: ৫১
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি নামক এলাকার মুন পাম্পের সামনে সকাল ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতের নাম আম্বিয়া খাতুন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। 

পুলিশ সূত্রে জানা যায়, বালিয়াকান্দির মুন পাম্পের সামনে একটি সিমেন্ট মিক্সচার গাড়ি পার্কিং করা মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসে থাকা যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়েন। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে ঢাকায় যাচ্ছিল। খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহতদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আহত আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। 

এ বিষয়ে ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আম্বিয়া খাতুনকে মৃত ঘোষণা করেন এবং বাকি তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি ভবেরচর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত