Ajker Patrika

জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যের ওপর হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

  জবি প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৫, ১১: ৩৮
প্রধান উপদেষ্টার সঙ্গে মেহেদী হাসান। ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টার সঙ্গে মেহেদী হাসান। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে একজনকে আটক করা হয়। এর আগে রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মেহেদী ওই এলাকাতেই থাকেন।

আটক হামলাকারীর নাম শাহজাহান। তিনি স্বেচ্ছাসেবক লীগের নারায়ণপুর ইউনিয়নের সভাপতি বলে জানিয়েছে পুলিশ।

মেহেদী হাসান বর্তমানে চাঁদপুর স্থানীয় একটি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৮ বর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভুক্তভোগী মেহেদী হাসান বলেন, ‘আমি নিজের এলাকার কাছে ছিলাম। সেখানে একদল মাদক ব্যবসায় জড়িত। তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আমাকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র নিয়ে এসে আমার ওপর অতর্কিত হামলা করে।’

এ বিষয়ে চাঁদপুর মতলব থানার (দক্ষিণ) ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহম্মেদ বলেন, ঘটনা শোনামাত্রই আমি ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছি এবং মেহেদীকে চাঁদপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। বর্তমানে সেনাবাহিনীর টিম ও পুলিশের টিম বাকি হামলাকারীদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। আটক হামলাকারী নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, ‘আমি চাঁদপুর জেলা এসপি ও মতলব থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি। তারা ইতিমধ্যে একজনকে আটক করেছে। বাকিদের আটকে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত