Ajker Patrika

ডেমরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২১: ২৭
ডেমরায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৩

রাজধানীর ডেমরায় থেমে থাকা বাসের সঙ্গে হাইএস মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ডেমরার মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন প্রবাসী শহীদুল ইসলাম (৪৫), তাঁর ছেলে শাকিব (২৬) ও চালক আল-আমিন (৫৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।

মাইক্রোবাসের চালক ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আটকে পড়া চালককে উদ্ধার করে।

প্রবাসী শহীদুল ইসলামের ছোট ভাই সুলাইমান বলেন, শহীদুল ইসলাম সৌদি আরব থেকে ভোরে বাংলাদেশে আসেন। পরে এয়ারপোর্ট থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার যাওয়ার জন্য রওনা হন। মীরপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এলে অপর দিকে থেমে থাকা গ্লোরি পরিবহন নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, ‘প্রবাসীকে বহনকারী মাইক্রোবাসের চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাস ও মাইক্রোবাস আমরা জব্দ করেছি। আহতরা চিকিৎসা শেষে থানায় অভিযোগ দিলে পরে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত