Ajker Patrika

খিলগাঁওয়ে বাসা থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
খিলগাঁওয়ে বাসা থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও উত্তর গোড়ানের একটি বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম ফারহান আহসান চৌধুরী (২১)। 

আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

হাসপাতালে ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, উত্তর গোড়ানে ফারহানদের নিজেদের বাড়ি। ৭ তলা বাড়িটির ৬ষ্ঠ তলায় পরিবারসহ থাকেন। ফারহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। 

ফাহিম ফয়সাল বলেন, বিকেলে তাঁর রুমের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে তাঁরা দরজা ভেঙে ফ্যানের সঙ্গে বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফারহানের মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে তিনি গলায় ফাঁস লাগিয়েছেন, সে বিষয়ে কিছু জানতে পারেননি ফারহানের মামা ফাহিম ফয়সাল। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও থেকে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আগামীকাল বুধবার তাঁর ময়নাতদন্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত