Ajker Patrika

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র পারভেজ ঢাকায় গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি
পারভেজ রহমান জন। ছবি: সংগৃহীত
পারভেজ রহমান জন। ছবি: সংগৃহীত

শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র পারভেজ রহমান জনকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রামপুরা এলাকার ভাড়া বাসা থেকে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে।

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন পারভেজের স্ত্রী রাবেয়া তুজ শেফা। তিনি মোবাইল ফোনে বলেন, ‘ডিবি পুলিশের একটি দল বাসা থেকে আমার স্বামী পারভেজ রহমান জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের সময় ডিবি পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলনে নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় ওপরের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমিও মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছি।’

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি পারভেজ।

রাবেয়া বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আমার স্বামী ঢাকায় ছিলেন না। তাঁকে যাত্রাবাড়ী থানায় করা হত্যা মামলার আসামি করা হয়েছে। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আমরা তাঁর নিঃশর্ত মুক্তি চাই।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে শরীয়তপুরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘জুলাই আন্দোলনে নিহতের ঘটনায় যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় শরীয়তপুর পৌরসভার সাবেক মেয়র পারভেজ রহমান জনকে গ্রেপ্তার করার খবর পেয়েছি। তবে এ বিষয়ে অফিশিয়ালি এখনো আমাদের কাছে কোনো বার্তা আসেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত