Ajker Patrika

জবির নতুন ক্যাম্পাসের কাজ শুরুর দাবিতে কাঁথা-বালিশ নিয়ে শিক্ষার্থীর অবস্থান

জবি প্রতিনিধি 
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ২১: ৫৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী শের আলী। ছবি: আজকের পত্রিকা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী শের আলী। ছবি: আজকের পত্রিকা

তিন দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এক শিক্ষার্থী। আজ রোববার বিকেলে প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় তিনি কাঁথা-বালিশ নিয়ে অবস্থান করেন। অবস্থান করা শিক্ষার্থীর নাম শের আলী। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের আধুনিক ভাষা শিক্ষা ইনস্টিটিউটের শিক্ষার্থী।

অবস্থানরত ওই শিক্ষার্থীর দাবি তিনটি হলো—৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করা, অস্থায়ী দুটি আবাসিক হল (বানী ভবন ও হাবীবুর রহমান হল) নির্মাণ ও দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আগামী সপ্তাহের মধ্যে শুরু করতে হবে।

অবস্থানরত এই শিক্ষার্থীর সঙ্গে ইতিমধ্যে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা। তা ছাড়া সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচিতে অবস্থান নেন।

এ বিষয়ে অবস্থানরত শিক্ষার্থী শের আলী বলেন, ‘এই তিন দাবি বাস্তবায়ন করতে হবে। কোনো আশ্বাস নয়, দৃশ্যমান উন্নয়ন ছাড়া আমি অবস্থান থেকে উঠব না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত