Ajker Patrika

খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি, ঢাকা
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও বাগিচা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় শিহাব আহম্মেদ (২৫) এক যুবক মারা গেছে। সে র‍্যাব-৩ এর সিপিসি-১ এর আউটসোর্সিংয়ে বাবুর্চির কাজ করত। 

বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন। 

র‍্যাব সদস্য আশরাফ উদ্দিন জানায়, মৃত শিহাব র‍্যাব-৩, সিপিসি-১ এর আউটসোর্সিংয়ে কাজ করত। মেস ম্যানেজারের দায়িত্বে ছিলাম আমি। সকালে শিহাবকে নিয়ে বাজারে যাওয়ার কথা ছিল। 

আশরাফ উদ্দিন জানান, শিহাব আগে বের যায়। কিছুক্ষণ পর জানতে পারি শিহাব বাগিচা মসজিদ সংলগ্ন রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়। শিহাবের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়। বর্তমানে ক্যাম্পেই থাকত। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত