Ajker Patrika

সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

আজ সকাল ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা আন্ডার পাসের দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে আনুমানিক ৬০ বছর বয়সের অজ্ঞাত ব্যক্তির নিহত হন। অন্যদিকে উপজেলার বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের পিছ ঢালাই রাস্তায় আব্দুল মজিদ (৬০) নিহত হন।

অজ্ঞাত ব্যক্তির বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, উপজেলার নিমতলা আন্ডার পাসের দক্ষিণে ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের ঢাকামুখী সার্ভিস লেনে রাস্তা পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় তাঁকে অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। এতে সার্ভিস লেনের ডান পাশে পড়ে ঘটনাস্থলেই মারা যান। চালকের বেপরোয়া ও দ্রুতগতির ফলে ঘটনাটি ঘটতে পারে। ঘটনার পরপর গাড়িটি পালিয়ে যায়। লাশ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। পরিচয় শনাক্তের কাজ করছে।

সিরাজদিখান থানার এসআই (উপপরিদর্শক) সমেন্দ্র নাথ বিশ্বাস বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুল মজিদ কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে গেছে। এ বিষয়ে তাঁর স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেননি। চালক পারভেজকে স্থানীয়রা আটক করে রেখেছেন। দুই পক্ষ মীমাংসা করে নেবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত