Ajker Patrika

প্রকাশ্যে নৌকায় সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ২০: ৪৭
প্রকাশ্যে নৌকায় সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা

শরিয়তপুরের তুলাশার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উপুরগাও হাছেন দৌয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের ওপর হামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোট চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই সাংবাদিকই আহত হন। 

আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের স্থানীয় সাংবাদিক বিএম ইশ্রাফিল ও দীপ্ত টেলিভিশনের স্থানীয় সাংবাদিক রাজিব হোসেন। 

জানা যায়, ভোট চলাকালেই নৌকার সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছিল। এ ঘটনা ভিডিও করার সময় সাংবাদিক বিএম ইশ্রাফিলে ওপর হামলা করেন নৌকার সমর্থকেরা। ইশ্রাফিলকে উদ্ধার করতে গিয়ে হামলাকারীদের লাঠির আঘাতে আহত হন রাজিব হোসেন। সেখানে উপস্থিত অন্য সংবাদকর্মীরা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। 
 
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বাড়িঘরে হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি ও মোটরসাইকেলনির্বাচন নিয়ে ওই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোশারফ দেওয়ান বলেন, আজ ভোর থেকে নৌকা প্রার্থী জামাল হোসেনের সমর্থকেরা অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আমার বাড়িতে হামলা চালায়। এ ছাড়া আশপাশে থাকা আমার সমর্থকদের ৮টি বাড়িতে হামলা করে ভাঙচুর চালানো হয়। এ সময় বাড়িতে থাকা সকলের মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। হামলায় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। 

স্বতন্ত্র প্রার্থী জাহিদ ফকির বলেন, আমার কর্মী ও সমর্থকদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি। যে বাইরে বের হতে চেয়েছে তাকেই মারধর করা হয়েছে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই ক্ষমতাসীনরা প্রভাব খাঁটিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরেছে। তাঁরা অনেক জাল ভোট দিয়েছেন। আমি সংবাদ সম্মেলন করে দুপুরের পরে নির্বাচন বর্জন করেছি। 
 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত