Ajker Patrika

লাইনে ঘুড়ি পড়ে ৫০ মিনিট চলাচল বন্ধ ছিল মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৩৫
লাইনে ঘুড়ি পড়ে ৫০ মিনিট চলাচল বন্ধ ছিল মেট্রোরেল

বাইরে থেকে লাইনে আসা কেব্‌ল, ফানুস বা ঘুড়ির বৃত্ত থেকে বের হতে পারছে না রাজধানীর দ্রুততম গণপরিবহন মেট্রোরেল।

আজ বুধবার কাজীপাড়া-শেওড়াপাড়া স্টেশনের মধ্যবর্তী স্থানে পার্শ্ববর্তী বিল্ডিংয়ের ছাদ থেকে ওড়ানো ঘুড়ি এসে আটকে যায় মেট্রোরেলের লাইনের বৈদ্যুতিক তারে। আর এতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রো চলাচল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, বেলা ১টা থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল।

নাজমুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘুড়ি উড়ে এসে মেট্রোরেলের লাইনে আটকে যায়। পরবর্তী সময় সেটি আবার সরিয়ে নিলে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ৪ ফেব্রুয়ারি যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। তার আগে ২৩ জানুয়ারি কারওয়ান বাজার অংশে কেব্‌ল লাইনের তার আটকে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল চলাচল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত