Ajker Patrika

ছাত্রলীগ নেতা মশিউর ও ইকবাল গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মশিউর রহমান (৩৩) ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. আল্লামা ইকবালকে (৩৫) গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাঁদের মধ্যে আল্লামা ইকবালকে গত মঙ্গলবার রাতে পল্টন থেকে এবং মশিউর রহমানকে গতকাল বুধবার বিকেলে নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া মশিউর রহমান খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শাহবাগ থানার মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে নিউমার্কেট থানা ও চকবাজার থানায় গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

অপর দিকে, আল্লামা ইকবাল গত জুলাই-আগস্টে নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ২৫ নভেম্বরে হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত