উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ছয় ফুটের বেশি গভীর ড্রেন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর উত্তরার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। দক্ষিণখান থেকে কাঁচকুড়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় যে ড্রেনগুলো বসবে সেগুলো আমার সমান—৬ ফিট ১ ইঞ্চি উচ্চতার। আমি এক ফুট, দুই ফুট ড্রেন দিতে পারতাম, আর আপনারা বাহবা দিতেন। বলতেন, কাজ কিন্তু হচ্ছে। সেই কাজ অ্যাটলিস্ট আমি করব না। কারণ আমি চিন্তা করি, আগামী ৫০ বছর যেন কোনো সমস্যা না হয়।’
মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, কিছু কিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিজে কাজ শুরু করেছে। আমি কোনো কন্ট্রাক্টর দিই নাই ওই এলাকায়। কন্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা নিজেই কাজ করছে। এর জন্য অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, মেয়র সাহেব এই কাজগুলো আমাদের দিলেই পারতেন।’
মেয়র আরও বলেন, ‘যেহেতু আমাদের বাজেট পেতে অসুবিধা হচ্ছে, সেহেতু সিটি করপোরেশনের অন্য বাজেট বন্ধ করে ২০০ কোটি টাকার বাজেট দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু যে কাজ করে দিব, আগামী ৫০ বছরেও হাত দিতে হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে মেয়র আতিক বলেন, ‘ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া। শেখের বেটি তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া.... শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা।’
সভাপতির বক্তব্যে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’
এর আগে দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ডিএনসিসির উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, নাসির উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরার নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ছয় ফুটের বেশি গভীর ড্রেন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর উত্তরার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। দক্ষিণখান থেকে কাঁচকুড়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় যে ড্রেনগুলো বসবে সেগুলো আমার সমান—৬ ফিট ১ ইঞ্চি উচ্চতার। আমি এক ফুট, দুই ফুট ড্রেন দিতে পারতাম, আর আপনারা বাহবা দিতেন। বলতেন, কাজ কিন্তু হচ্ছে। সেই কাজ অ্যাটলিস্ট আমি করব না। কারণ আমি চিন্তা করি, আগামী ৫০ বছর যেন কোনো সমস্যা না হয়।’
মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, কিছু কিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিজে কাজ শুরু করেছে। আমি কোনো কন্ট্রাক্টর দিই নাই ওই এলাকায়। কন্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা নিজেই কাজ করছে। এর জন্য অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, মেয়র সাহেব এই কাজগুলো আমাদের দিলেই পারতেন।’
মেয়র আরও বলেন, ‘যেহেতু আমাদের বাজেট পেতে অসুবিধা হচ্ছে, সেহেতু সিটি করপোরেশনের অন্য বাজেট বন্ধ করে ২০০ কোটি টাকার বাজেট দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু যে কাজ করে দিব, আগামী ৫০ বছরেও হাত দিতে হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে মেয়র আতিক বলেন, ‘ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া। শেখের বেটি তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া.... শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা।’
সভাপতির বক্তব্যে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’
এর আগে দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ডিএনসিসির উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, নাসির উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরার নেতারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। এক নারীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ সংঘর্ষ হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে গবাদিপশুর ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজে (এলএসডি) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৭২টি গরু। গত প্রায় দুই মাসে এ গরুগুলোর মৃত্যু হয়েছে। একই সময়ে জেলার পাঁচটি উপজেলায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮০টি গরু।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মধুপুরের চলতি মৌসুমে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। প্রচন্ড গরমে কাঁঠাল পেকে যাওয়ায় বাজারে এ ফলের আধিক্য বেড়েছে। তবে রোদ-বৃষ্টির সাথে সাথে কাঁঠালের দাম ওঠা-নামা করায় বিপাকে পড়েছেন ব্যবসায়িরা। তবে কাঁঠালের দাম নাগালের মধ্যে থাকায় ভোক্তারা খুশি।
১ ঘণ্টা আগেগাইবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে তিস্তা নদীর ওপর নির্মাণ করা হয়েছে তিস্তা সেতু। নদীর নামের সঙ্গে মিলয়েই এ নামকরণ করা হয়েছে। এখন শুধু অপেক্ষা সেতুটি উদ্বোধনের। সেতুটি দিয়ে যান চলাচল শুরু করলেই গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের যাতায়াত আরও সহজ হবে। এলাকার উৎপাদিত পণ্য সারা দেশে...
১ ঘণ্টা আগে