উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ছয় ফুটের বেশি গভীর ড্রেন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর উত্তরার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। দক্ষিণখান থেকে কাঁচকুড়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় যে ড্রেনগুলো বসবে সেগুলো আমার সমান—৬ ফিট ১ ইঞ্চি উচ্চতার। আমি এক ফুট, দুই ফুট ড্রেন দিতে পারতাম, আর আপনারা বাহবা দিতেন। বলতেন, কাজ কিন্তু হচ্ছে। সেই কাজ অ্যাটলিস্ট আমি করব না। কারণ আমি চিন্তা করি, আগামী ৫০ বছর যেন কোনো সমস্যা না হয়।’
মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, কিছু কিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিজে কাজ শুরু করেছে। আমি কোনো কন্ট্রাক্টর দিই নাই ওই এলাকায়। কন্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা নিজেই কাজ করছে। এর জন্য অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, মেয়র সাহেব এই কাজগুলো আমাদের দিলেই পারতেন।’
মেয়র আরও বলেন, ‘যেহেতু আমাদের বাজেট পেতে অসুবিধা হচ্ছে, সেহেতু সিটি করপোরেশনের অন্য বাজেট বন্ধ করে ২০০ কোটি টাকার বাজেট দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু যে কাজ করে দিব, আগামী ৫০ বছরেও হাত দিতে হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে মেয়র আতিক বলেন, ‘ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া। শেখের বেটি তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া.... শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা।’
সভাপতির বক্তব্যে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’
এর আগে দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ডিএনসিসির উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, নাসির উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরার নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর দক্ষিণখান থেকে কাঁচকুড়া বাজার পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ছয় ফুটের বেশি গভীর ড্রেন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর উত্তরার উত্তরা কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমি কিছু কিছু জায়গায় কাজ শুরু করেছি। দক্ষিণখান থেকে কাঁচকুড়া পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় যে ড্রেনগুলো বসবে সেগুলো আমার সমান—৬ ফিট ১ ইঞ্চি উচ্চতার। আমি এক ফুট, দুই ফুট ড্রেন দিতে পারতাম, আর আপনারা বাহবা দিতেন। বলতেন, কাজ কিন্তু হচ্ছে। সেই কাজ অ্যাটলিস্ট আমি করব না। কারণ আমি চিন্তা করি, আগামী ৫০ বছর যেন কোনো সমস্যা না হয়।’
মেয়র বলেন, ‘আপনারা দেখেছেন, কিছু কিছু এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী নিজে কাজ শুরু করেছে। আমি কোনো কন্ট্রাক্টর দিই নাই ওই এলাকায়। কন্ট্রাক্টর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা নিজেই কাজ করছে। এর জন্য অনেকে দুঃখ প্রকাশ করে বলেছেন, মেয়র সাহেব এই কাজগুলো আমাদের দিলেই পারতেন।’
মেয়র আরও বলেন, ‘যেহেতু আমাদের বাজেট পেতে অসুবিধা হচ্ছে, সেহেতু সিটি করপোরেশনের অন্য বাজেট বন্ধ করে ২০০ কোটি টাকার বাজেট দিয়েছি। আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের আরেকটু কষ্ট করতে হবে। তার জন্য আমি ক্ষমা চাই। কিন্তু যে কাজ করে দিব, আগামী ৫০ বছরেও হাত দিতে হবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সুরে সুরে মেয়র আতিক বলেন, ‘ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া। শেখের বেটি তুমি শেখ হাসিনা। ষোল কোটি মানুষের মরমিয়া.... শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা।’
সভাপতির বক্তব্যে ডিএনসিসির ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দেশের সব ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে।’
এর আগে দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম তোফাজ্জল হোসেন ডিএনসিসির উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকার নতুন ওয়ার্ডগুলোর বিভিন্ন সমস্যা মেয়রের সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মো. নাজিম উদ্দিন, উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, ডিএনসিসির ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম, নাসির উদ্দিনসহ ঢাকা মহানগর উত্তর ও উত্তরার নেতারা উপস্থিত ছিলেন।
রংপুর বিভাগের আট জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য...
৫ ঘণ্টা আগেঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন, কেউ আবার টিকা না পাওয়ার ভুগছেন দুশ্চিন্তায়।
৫ ঘণ্টা আগেঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শুক্রবার। পদ্মার উজানে ভারতের ফারাক্কা ব্যারাজ তৈরি করে পানি প্রত্যাহারের প্রতিবাদে ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের লক্ষাধিক মানুষ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জমায়েত হয়েছিলেন। এখান থেকেই সেদিন মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে...
৫ ঘণ্টা আগে