Ajker Patrika

ঢাকায় এসে সংঘর্ষে জড়ালেন মঠবাড়িয়ার আওয়ামী লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০২: ১৫
ঢাকায় এসে সংঘর্ষে জড়ালেন মঠবাড়িয়ার আওয়ামী লীগ নেতারা

ধানমন্ডিতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মাতব্বর ও উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহমদের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

সেলিম মাতব্বর অভিযোগ করে বলেন, তিনি তাঁর কয়েকজন অনুসারীকে নিয়ে জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করে ফেরার সময় তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। বিষয়টি তিনি দলের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছেন। এ বিষয়ে তাঁকে লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে।

তবে যুবলীগ নেতা সোহেলের দাবি, হামলার ঘটনা ঘটেনি। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির জের ধরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। এর বেশি কিছু নয়।

এ প্রসঙ্গে জানতে জাহাঙ্গীর কবির নানককে ফোন করলে তাঁর ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব বলেন, এ ধরনের ঘটনা আমাদের নলেজে নাই। আমরা নিচে হাউকাউ শুনেছিলাম। পরে সেখানে গিয়ে কাউকে দেখি নাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত