নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা)
ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া থেকে পোড়াবাড়ি মোড় পর্যন্ত সড়কের দেবে যাওয়া অংশসহ গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার ‘আজকের পত্রিকা’য় সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষ থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভার তথ্য অনুযায়ী, আড়াই কোটি টাকা ব্যয়ে আধা কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়। এরপর তিন মাস আগে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি। এই কয়েক মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। খোয়া-সুরকি আর পিচ উঠে তৈরি হয়েছে বড় গর্তের।
আজ মঙ্গলবার আড়াপাড়া ও পোড়াবাড়ি এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দেবে যাওয়া অংশ ও গর্ত মেরামতের কাজ করা হচ্ছে। কয়েকজন শ্রমিক দেবে যাওয়া অংশ খুঁড়ে মেরামতের জন্য প্রস্তুত করছেন। মেরামতের জন্য সড়কের যে অংশ খোঁড়া হচ্ছিল, সেখান থেকে খোয়ার গুঁড়ো বের হচ্ছিল, যা খুবই নিম্নমানের।
স্থানীয় অমরপুর এলাকার ব্যবসায়ী আশিক রহমান বলেন, ‘গতকাল ‘‘আজকের পত্রিকা’’য় সড়কটির বেহাল দশা নিয়ে প্রতিবেদন দেখলাম। আজ সেই সড়কের মেরামতকাজ চলছে। এর আগে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বাড্ডা এলাকার রুবেল মিয়া বলেন, সড়কটি নির্মাণের সময় পৌর কর্তৃপক্ষের তেমন তদারকি চোখে পড়েনি। এ কারণেই নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করা হলেও আবার তা দেবে বা ভেঙে যাবে বলে মনে করেন তিনি।
নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে সড়কটি দেবে যাওয়া ও বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সড়ক মেরামতকাজে যুক্ত শ্রমিক আবু বক্কর সিদ্দীক বলেন, ‘আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে মনে হয়, কার্পেটিংয়ের আগে বালু ও খোয়ার কাজে পর্যাপ্ত পানি দেওয়া হয়নি। এ কারণে কয়েক মাসের মধ্যেই সড়কটির এ অবস্থা হয়েছে।’
স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ বলেন, আজ মঙ্গলবারের পৌরসভার মাসিক সভায় সড়কটি নিয়ে আলোচনা হয়। এর আগেই ‘আজকের পত্রিকা’র প্রতিবেদন দেখে সড়কের মেরামতকাজ শুরু হয়। পরবর্তী সময়ে কোনো সড়ক নির্মাণের পর যাতে এমন দশা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়কটির মেরামতকাজ চলছে। মেরামত শেষে কাজ বুঝে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর দেবে না যায়।
ঢাকার সাভার পৌরসভার আড়াপাড়া থেকে পোড়াবাড়ি মোড় পর্যন্ত সড়কের দেবে যাওয়া অংশসহ গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার ‘আজকের পত্রিকা’য় সংবাদ প্রকাশের পর ঠিকাদারের পক্ষ থেকে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পৌরসভার তথ্য অনুযায়ী, আড়াই কোটি টাকা ব্যয়ে আধা কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করা হয়। এরপর তিন মাস আগে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সড়কটি। এই কয়েক মাসের মধ্যে সড়কের বিভিন্ন স্থান দেবে গেছে। খোয়া-সুরকি আর পিচ উঠে তৈরি হয়েছে বড় গর্তের।
আজ মঙ্গলবার আড়াপাড়া ও পোড়াবাড়ি এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের দেবে যাওয়া অংশ ও গর্ত মেরামতের কাজ করা হচ্ছে। কয়েকজন শ্রমিক দেবে যাওয়া অংশ খুঁড়ে মেরামতের জন্য প্রস্তুত করছেন। মেরামতের জন্য সড়কের যে অংশ খোঁড়া হচ্ছিল, সেখান থেকে খোয়ার গুঁড়ো বের হচ্ছিল, যা খুবই নিম্নমানের।
স্থানীয় অমরপুর এলাকার ব্যবসায়ী আশিক রহমান বলেন, ‘গতকাল ‘‘আজকের পত্রিকা’’য় সড়কটির বেহাল দশা নিয়ে প্রতিবেদন দেখলাম। আজ সেই সড়কের মেরামতকাজ চলছে। এর আগে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’
বাড্ডা এলাকার রুবেল মিয়া বলেন, সড়কটি নির্মাণের সময় পৌর কর্তৃপক্ষের তেমন তদারকি চোখে পড়েনি। এ কারণেই নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কে ভাঙন দেখা দিয়েছে। মেরামত করা হলেও আবার তা দেবে বা ভেঙে যাবে বলে মনে করেন তিনি।
নির্মাণকাজ শেষ হওয়ার কয়েক মাসের মধ্যে সড়কটি দেবে যাওয়া ও বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে সড়ক মেরামতকাজে যুক্ত শ্রমিক আবু বক্কর সিদ্দীক বলেন, ‘আমার দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে মনে হয়, কার্পেটিংয়ের আগে বালু ও খোয়ার কাজে পর্যাপ্ত পানি দেওয়া হয়নি। এ কারণে কয়েক মাসের মধ্যেই সড়কটির এ অবস্থা হয়েছে।’
স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ বলেন, আজ মঙ্গলবারের পৌরসভার মাসিক সভায় সড়কটি নিয়ে আলোচনা হয়। এর আগেই ‘আজকের পত্রিকা’র প্রতিবেদন দেখে সড়কের মেরামতকাজ শুরু হয়। পরবর্তী সময়ে কোনো সড়ক নির্মাণের পর যাতে এমন দশা না হয়, সেদিকে খেয়াল রাখতে নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গনি।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সড়কটির মেরামতকাজ চলছে। মেরামত শেষে কাজ বুঝে নেওয়া হবে, যাতে ভবিষ্যতে আর দেবে না যায়।
সুনামগঞ্জের শান্তিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
২ মিনিট আগেকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মোহাম্মদ নুর (২৫) নামের এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে (মাঝি) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে এ ঘটনা ঘটে।
৬ মিনিট আগেরাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
১২ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগে