Ajker Patrika

আইন উপদেষ্টার সঙ্গে বিপিজেএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপিজেএ নেতারা। ছবি: আজকের পত্রিকা
আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিপিজেএ নেতারা। ছবি: আজকের পত্রিকা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির নেতারা। আজ রোববার সচিবালয়ে আইন উপদেষ্টার দপ্তরে তাঁরা এ সাক্ষাৎ করেন।

বিপিজেএর সভাপতি নিউজ হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথোর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো. শাহ জাহান মোল্লা, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম (তানিম আহমেদ) এবং কার্যনির্বাহী সদস্য মশিউর রহমান, মনিরুল ইসলাম ও রফিকুল ইসলাম সবুজ।

উপদেষ্টা ড. আসিফ নজরুল সংসদে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংসদ কার্যবিবরণী থেকে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, কার্যকর সংসদ গণতন্ত্রের চাবিকাঠি। তিনি সাংবাদিক নেতাদের রাজনৈতিক দলসমূহের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের পরামর্শ দেন।

বিপিজেএ নেতারা বলেন, একটি কার্যকর সংসদে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। গণমাধ্যমকর্মীরা সংসদে ওয়াচডগের ভূমিকা পালন করেন। ভবিষ্যতে গণতন্ত্রের অগ্রযাত্রায় সাংবাদিকেরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করে যাবেন। উপদেষ্টা সংসদে কর্মরত সাংবাদিকদের নানা সমস্যার কথা শোনেন এবং সাধ্যমতো সমাধানের আশ্বাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার নেওয়া ‘নাম না শোনা’ বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি কারা

পদোন্নতি পেয়ে শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান

সড়কে ছড়িয়ে ছিল বিপুলসংখ্যক জাতীয় পরিচয়পত্র, পরে উদ্ধার

২৯ মিলিয়ন ডলার নিয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠান, যার নাম শোনেনি কেউ: ট্রাম্প

কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব মহানগর বিএনপিতে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত