Ajker Patrika

উন্নয়নের ধারা বজায় রাখতে আরেকবার প্রধানমন্ত্রীকে সরকার গঠনের সুযোগ দিন: নিক্সন 

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৪: ২১
উন্নয়নের ধারা বজায় রাখতে আরেকবার প্রধানমন্ত্রীকে সরকার গঠনের সুযোগ দিন: নিক্সন 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘দেশের ও জনগণের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আরেকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার গঠনের সুযোগ দিন। যার দ্বারা দেশের ও জনগণের উন্নয়ন হয়, আগামী সংসদ নির্বাচনে তাঁকেই ভোট দেবেন।’ 

গতকাল শনিবার বিকেলে সদরপুর উপজেলায় আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সংসদ সদস্য নিক্সন বলেন, ‘ফরিদপুর-৪ আসনের উন্নয়ন যদি আমি করে থাকি। তাহলে আমাকে ভোট দেবেন।’

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল। 

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফরসহ অন্যরা। পরে ইফতার মাহফিলে অতিথিরা মোনাজাত ও দোয়ায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত