অনলাইন ডেস্ক
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।
সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।
সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’
প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা অবরোধের পর আজ বৃহস্পতিবার বিকেল তিনটার কিছু আগে পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতায় ঢাকার মহাখালী এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে বিক্ষুব্ধ রিকশাচালকেরা এখনো মহাখালীসহ বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। সেনা ও পুলিশ সদস্যরা রিকশাচালকদের সরানোর জন্য ধাওয়া দিলে তারা মূল সড়ক ও রেলপথ ছেড়ে সরে যান।
সরেজমিনে দেখা গেছে, কয়েকজন চালককে লাঠিপেটা করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল শুরু হয়।
সকাল থেকে উচ্চ আদালতের নির্দেশে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রাজধানীর ১৩টি স্থানে সড়ক অবরোধ করেন রিকশাচালকেরা। এর ফলে মহাখালী, গাবতলী, রামপুরা, তেজগাঁও, মগবাজার, যাত্রাবাড়ী, এবং মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী রিকশাচালকেরা বলছেন, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। সরকারের এই সিদ্ধান্তে অন্তত এক লাখ মানুষ এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে।
ইসমাইল হোসেন নামের এক চালক বলেন, ‘সরকার যদি এভাবে কোনো কথা না বলে রিকশা বন্ধ করে দেয়, তাহলে আমরা কীভাবে খাব? যতক্ষণ পর্যন্ত রিকশা চালানোর অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ সড়ক ছাড়ব না।’
তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, মোহাম্মদপুর, আগারগাঁও এবং নাখালপাড়ায় বন্ধ থাকা সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার প্যাডেলচালিত রিকশা সমিতির একটি রিটের শুনানি শেষে উচ্চ আদালত তিন দিনের মধ্যে ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। আদালত জানায়, ‘ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স নেওয়ার কোনো সুযোগ নেই, তাই এটি পুরোপুরি অবৈধ।’
রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
২ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাবের নামে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি গ্যালারির নামকরণ করা হয়েছে। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে সেই গ্যালারিতে ‘শহীদ তুরাব স্ট্যান্ড’ নামফলক স্থাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশ খারাপ না, এক খারাপ লোকের পাল্লায় পড়ে, এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল বলে মন্তব্য করেছেন দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মো. মারুফাত হুসাইন।
৩ ঘণ্টা আগে