Ajker Patrika

যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশ পরিদর্শক মাজহারুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় পুলিশ পরিদর্শক মাজহারুল কারাগারে

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ওই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলামকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে মাজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানায় দায়ের করা মাদ্রাসার শিক্ষার্থী আরিফ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মৃগাংক শেখর তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর রাতে পুলিশের খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টার থেকে মাজহারুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে ঢাকায় এনে আরিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গোলাগুলিতে চোখে গুলি লাগে আরিফের। 

চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত