Ajker Patrika

র‍্যাবের নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ঠিকাদারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
র‍্যাবের নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ঠিকাদারকে জরিমানা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) র‍্যাবের নির্মাণাধীন ভবনে মিলল ডেঙ্গু জ্বরের জন্য দায়ী এডিস মশার লার্ভা। কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুরের ঝিলপাড় এলাকায় র‍্যাব-৩–এর সদর দপ্তরের জন্য নির্মাণাধীন ভবনে অভিযান পরিচালনা করা হয়। সেখানে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ অ্যান্ড সন্সের সাইট ইঞ্জিনিয়ার রকিবুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফ এ জরিমানা করেন। 

এ ছাড়া করপোরেশনের আওতাধীন ইস্কাটন গার্ডেন, বাসাবো, নাজিমউদ্দিন রোড, আলু বাজার, গোপীবাগ, গ্রীন মডেল টাউন, আমিন মোহাম্মদ হাউজিং ও কোনাপাড়া এলাকায় আরও সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

আজ দুই সিটি করপোরেশনের এডিস–বিরোধী অভিযানে মোট ৯ লাখ ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। 

এর মধ্যে দক্ষিণ সিটির মোট ৩৯৬টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৭টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৬টি মামলায় মোট ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। 

দ্বিতীয় দিনের মতো করপোরেশনের আওতাধীন ২২টি থানা ও পুলিশ ফাঁড়ি, ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৩৪টি মসজিদ, কোয়ার্টার, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনা ও স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ। 

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযানের ১২ তম দিনে এডিসের লার্ভা পাওয়ায় ৯টি মামলায় মোট ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

ডিএনসিসির অঞ্চল–৫–এর আওতাধীন মোহাম্মদপুর বছিলা এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ৫টি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ৫টি মামলায় মোট ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এ ছাড়া অঞ্চল–৩–এর আওতাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন, অঞ্চল ১ ও ৭ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন উত্তরা এলাকায়, অঞ্চল–৪–এর আওতাধীন দারুস সালাম এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী, অঞ্চল–৯–এর আওতাধীন ৩৯,৪০ ও ৪৩ নম্বর ওয়ার্ডে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল বাসেত অভিযান পরিচালনা করে ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান তদারকির জন্য সব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে দশটি টিম গঠন করেছে ডিএনসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত